আবার গোঁজামিল দিয়ে একটা ফ্লপ ছবি, পৃথ্বীরাজের ভরাডুবির পর নতুন ছবির লুক নিয়ে ট্রোলড অক্ষয়

বাংলাহান্ট ডেস্ক: বছরে তিন চারটি ছবির কমে থামেন না অক্ষয় কুমার (Akshay Kumar)। হিট হোক বা ফ্লপ, একটি মুক্তি পাওয়ার আগেই আরো তিন চারটি ছবির জন‍্য হ‍্যাঁ বলে দেন তিনি। ফলতঃ একাধিক ছবির শুটিং কম সময়ে শেষ করতে গিয়ে শেষমেষ একটা জগাখিচুড়ি ধরণের ব‍্যাপার হয়‌। আর ফলাফলটা যে কী দাঁড়ায় তার সাম্প্রতিক প্রমাণ ‘সম্রাট পৃথ্বীরাজ’। অক্ষয়ের দায়িত্বজ্ঞানহীনতার জন‍্যই নাকি ফ্লপ হয়েছিল ছবিটি।

কিন্তু শোধরাননি অভিনেতা। পারিশ্রমিক নিয়ে ফ্লপের কষ্ট দূরে সরিয়ে রেখে নতুন ছবির কাজে লেগে পড়েছেন। কিছুদিন আগেও ‘রক্ষাবন্ধন’ ছবির প্রচার করছিলেন অক্ষয়। তার মাঝেই আরেকটি ছবি ‘ক‍্যাপসুল গিল’ এর প্রথম লুক প্রকাশ‍্যে আনলেন অভিনেতা।

akshay kumar brutally trolled over capsule gill agitated netizens react 001 1068x561 1
উল্লেখ‍্য, এটিও একটি বায়োপিক। মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল যিনি ৬৫ জনের প্রাণ রক্ষা করেছিলেন, তাঁর কাহিনি নিয়েই বানানো হয়েছে ছবিটি। মাথায় পাগড়ি আর ঘন দাড়ি গোঁফ নিয়ে ধরা দিয়েছেন অক্ষয়।

কিন্তু প্রথম লুক সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়ে গিয়েছে ট্রোল। কেউ প্রশ্ন করেছেন, পরপর দুটো ছবি ফ্লপ করেও শিক্ষা হল না অক্ষয়ের? আবার কেউ আগেভাগে দাবি করেছেন, ফ্লপ করায় এবার হ‍্যাটট্রিক করবেন খিলাড়ি কুমার। এমনকি দাড়ি গোঁফটা চিনা পণ‍্যের মতোই নকল লাগছে বলেও কটাক্ষ করেছেন অনেকে।

সম্রাট পৃথ্বীরাজ ফ্লপ করার পর অভিনেতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন প্রযোজক আদিত‍্য চোপড়া। অক্ষয় নাকি হাতে একগাদা ছবি রাখেন। তারপর এক একটা ছবি কোনোমতে দায়সারা ভাবে সারেন। কোনো ছবির প্রতিই নিজের সম্পূর্ণটা দেন না। পৃথ্বীরাজ চরিত্রটির জন‍্য আসল গোঁফ পর্যন্ত বাড়াতে চাননি অক্ষয়!

যদিও বিতর্কটা নিয়ে প্রশ্ন করা হলে বেশ ক্ষুব্ধই হন অভিনেতা। তাঁর পালটা প্রশ্ন, বলেন, “আমার ছবিগুলোর শুটিং শেষ হয়ে যায়। কী করব? এবার এক পরিচালক এসে যদি আমাকে বলেন আপনার কাজ শেষ, আমি কি তার সঙ্গে মারামারি করব?”

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর