বাংলাহান্ট ডেস্ক: দিনের পর দিন যেন বেড়েই চলেছে অক্ষয় কুমারের (akshay kumar) চাহিদা। বলিউডে তিনি নিঃসন্দেহে সবচেয়ে ব্যস্ত অভিনেতা। বছরে তিন চারটিও ছবি মুক্তি পায় অক্ষয়ের। এমনকি তাঁর সিডিউল এতটাই টাইট যে আগামী দু বছরের ছবির শুটিংও একই সঙ্গে শুরু করে দেন অভিনেতা। তা যার এত চাহিদা।তিনি পারিশ্রমিক তো বেশি নেবেনই।
সম্প্রতি খবর মিলেছে বড়পর্দার পাশাপাশি ডিজিটাল দুনিয়াতেও অভিষেক করতে চলেছেন অক্ষয়। বিক্রম মালহোত্রার প্রযোজনায় ‘দ্য এন্ড’ ওয়েব সিরিজের জন্য কাজ করতে চলেছেন তিনি। ওয়েব সিরিজে পদার্পণের জন্য অক্ষয়ের নেওয়া পারিশ্রমিকের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে।
এই ওয়েব সিরিজের জন্য ৯০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা। জানিয়ে রাখি, ভারতীয় ওয়েব সিরিজের এই প্রথম কোনো অভিনেতাকে এই অঙ্কের টাকা দেওয়া হল। অপরদিকে এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় চরম সমালোচনার মুখে পড়েছেন অক্ষয়। মহামারিতে দেশের মানুষ যখন বেসামাল তখন নিজের আখের গোছানোর জন্য এতগুলো টাকা নেওয়ার কি খুব দরকার? প্রশ্নের মুখে পড়েছেন অক্ষয়। কয়েকজন আবার কটাক্ষ করেছেন করোনাকালে যত টাকা দান করেছেন তার দ্বিগুণ তুলে নিয়েছেন অভিনেতা।
সম্প্রতি জম্মু কাশ্মীরের গুরেজ ভ্যালিতে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে সময় কাটালেন অক্ষয়। এদিনের সব অভিজ্ঞতার টুকরো টুকরো মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন অক্ষয়।
টুইটার হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করে অক্ষয় লেখেন, ‘দেশের সীমান্তরক্ষায় নিয়োজিত বীর বিএসএফ জওয়ানদের সঙ্গে একটা দিন কাটালাম। এখানে আসতে সবসময়ই খুব ভাল লাগে। আসল নায়কদের সঙ্গে দেখা করে, আমার হৃদয় শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে যায়।’ অক্ষয়ের ছবি গুলি দেখেই স্পষ্ট দিনটা অসাধারণ কেটেছে তাঁর। জওয়ানদের সঙ্গে জনপ্রিয় পাঞ্জাবি গানের সঙ্গে ভাংরা নাচতেও দেখা গিয়েছে অভিনেতাকে। জওয়ানদের সঙ্গে ভলিবলও খেলেন অক্ষয়।
বিএসএফের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও শেয়ার করা হয় একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে বিএসএফের হেলিকপ্টার থেকে নামছেন অভিনেতা। এবার স্বাধীনতার ৭৫ তম বর্ষে পা রাখতে চলেছে ভারত। সেই উপলক্ষেই সীমান্তরক্ষায় নিয়োজিত বীর জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করলেন অক্ষয়।
প্রসঙ্গত, চলতি বছরে বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয়ের। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বেলবটম। তারপর পরিচালক রোহিত শেট্টির সূর্যবংশী ছবি মুক্তি পাওয়ার কথা। এছাড়াও অতরঙ্গি রে, বচ্চন পাণ্ডে, রাম সেতু, পৃথ্বিরাজ ছবিও রয়েছে অক্ষয়ের ঝুলিতে।