বাদ দিয়েছে BCCI, তাও ভারতের বিশ্বজয়ের জন্য অক্ষয়ের সাথে মহাকালেশ্বরের কাছে প্রার্থনা এই তারকার!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত ১০ বছরে ওডিআই ফরম্যাটে আয়োজিত আইসিসি টুর্নামেন্টগুলিতে ভারতের হয়ে সবচেয়ে ধারাবাহিক পারফর্মার কে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দুবার ভাবতে হবে না কাউকে। আর উত্তরটা হল শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ২০১৩ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক, ২০১৫ সালের ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ ভারতীয় রান সংগ্রাহক, ২০১৯ সালের বিশ্বকাপে চোট পাওয়ার আগে যতক্ষণ দলের সাথে ছিলেন ততক্ষণ তিনি ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রহ।

কিন্তু আসন্ন ২০২৩ ওডিআই বিশ্বকাপের জন্য ভারতীয় দলে তার জায়গা হয়নি। চলতি বছরের শুরু থেকেই ভারতীয় দলে ব্রাত্য তিনি। অথচ যদি চলতি বছরটা বাদ দিয়ে দেখা হয় তাহলে দেখা যাবে গত কয়েক বছরে অধিনায়ক রোহিত শর্মা এবং মহাতারাকা বিরাট কোহলি চেয়ে তার রেকর্ড কোনওভাবেই খারাপ নয়? এমনকি ২০১৮ সালে ভারতকে এশিয়া কাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

তবে ভারতীয় দল থেকে বাদ পড়ে কোনও আক্ষেপ নেই শিখর ধাওয়ানের। বিসিসিআই তাকে যোগ্য হিসেবে বিবেচনা না করলেও তিনি চান যেন ঘরের মাটিতে বাকি দলগুলিকে টেক্কা দিয়ে বিশ্বকাপ হাতে তোলে রোহিত শর্মার ভারতই। সেই উদ্দেশ্যে তাকে সম্প্রতি উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে প্রার্থনা করতেও দেখা গিয়েছে।

আরও পড়ুন: ওকে খেলালে ভারত বিশ্বকাপ জিতবে না! BCCI-কে সতর্ক করলো বিশ্বজয়ী ওপেনার

ইন্দোর এয়ারপোর্ট থেকে সরাসরি মন্দিরে চলে গিয়ে সেখানকার বিখ্যাত ভষ্ম আরতিতে যোগদান করেছিলেন এই তারকা ভারতীয় ওপেনার। তারপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন যে প্রত্যেকেরই প্রার্থনা হলো ভারতীয় দল যাতে দেশের মাটিতে বিশ্বকাপ জিততে পারে। আমিও আজকে একই প্রার্থনা করেছি।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব! প্রয়োজন শুধু একটি জিনিস, বিস্ফোরক আপডেট দিলো BCCI

into mahakal kumar dhawan

এই সময় নিজের ভগিনী এবং পুত্রকে নিয়ে ওই বিখ্যাত মন্দিরে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারও। নিজের ৫৬ তম জন্মদিনের শুরুতে ওই ভষ্ম আরতিতে অংশগ্রহণ করেছিলেন ওই তারকা অভিনেতাও। সামনে তার অভিনীত একাধিক গুরুত্বপূর্ণ ছবি মুক্তি পেতে চলেছে। তার মধ্যে প্রথমটি হলো, “মিশন রানীগঞ্জ”। হয়তো সেই কারণেই ভবিষ্যতের জন্য আশীর্বাদ চাইতে এসেছিলেন তিনি নিজের বিশ্বস্ত ঈশ্বরের কাছে। দুই মহাতারকাকে আজকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত ভক্তরা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর