অক্ষয়ের নাম ভাঙিয়ে সক্রিয় প্রতারণা চক্র, খোঁজ পেয়েই জারিজুরি ফাঁস করে দিলেন অভিনেতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিনোদুনিয়ার তারকাদের নাম ভাঙিয়ে প্রতারণার ফাঁদ পাতা নতুন ব‍্যাপার নয়। একাধিক অভিনেতা অভিনেত্রী এই বিষয়ে মুখ খুলে অনুরাগীদের সাবধান করে দিয়েছেন। এবার তালিকায় যুক্ত হল অক্ষয় কুমারের (akshay kumar) নাম। অ্যাওয়ার্ড শোতে অভিনেতাকে মুখ‍্য অতিথি রূপে দেখা যাবে, এমনি দাবি করে ব‍্যবসা খুলে বসেছিল এক ইভেন্ট ম‍্যানেজমেন্ট কোম্পানি। জানতে পেরেই প্রতারণা ফাঁস করে দিলেন অক্ষয়।

এলিট প্রোডাকশন নামে একটি ইভেন্ট ম‍্যানেজমেন্ট কোম্পানি সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করে। আগামী ২৩ শে জানুয়ারি লখনউ এর তাজ হোটেলে হওয়ার কথা ‘বিজনেস আইকন অ্যাওয়ার্ডস ২০২২’, এমনি লেখা হয়েছে পোস্টারে। সঙ্গে রয়েছে মুখ‍্য অতিথি রূপে অক্ষয়ের একটি ছবিও।


পোস্টারটি শেয়ার করে লেখা হয়েছে, ‘ব‍্যবসার জগতে নিজের অনুদানের জন‍্য পরিচিত হন, আপনার পারফরম‍্যান্সের জন‍্য সুপারস্টার অক্ষয় কুমার আপনাকে পুরস্কৃত করবেন।’ এরপরেই অভিনেতার এক অনুরাগী বিষয়টি টুইটারে জানান। ওই টুইটের উত্তরেই অক্ষয় লেখেন, ‘লখনউ আবারো যেতে আমি আগ্রহী, কিন্তু এই খবরটা সম্পূর্ণ ভুয়ো‌।’

https://www.instagram.com/p/CYdthsmrl9U/?utm_medium=copy_link

মাস খানেক আগে রাজকুমার রাওয়ের নাম ভাঙিয়েও এমন প্রতারণা চক্র শুরু হয়েছিল। তাঁর নাম করে ৩ কোটি টাকার প্রতারণা চক্র চলছে বলে অভিযোগ করেছিলেন তিনি। প্রতারণা চক্রের প্রমাণ হিসাবে একটি ভুয়ো ই মেলের স্ক্রিনশটও শেয়ার করে সতর্ক করেছিলেন রাজকুমার।

প্রসঙ্গত, আগামীতে আগামীতে পৃথ্বীরাজ, বচ্চন পাণ্ডে সহ বেশ কয়েকটি ছবিতে দেখা যাবে অক্ষয়কে। আগামী ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল পৃথ্বীরাজের। কিন্তু করোনা পরিস্থিতিতে পিছিয়ে দেওয়া হয় ছবির মুক্তি। অতি সম্প্রতি বচ্চন পাণ্ডে ছবির মুক্তির তারিখ ঘোষনা করেছেন অক্ষয়। আগামী হোলিতেই মুক্তি পাবে এই ছবি।

X