ফেলনা নন অক্ষয়, কাশ্মীর ফাইলসের দাপটের মাঝেও প্রথম দিনেই ছিনিয়ে নিলেন ১৩ কোটি!

বাংলাহান্ট ডেস্ক: ধুন্ধুমার কাণ্ড বক্স অফিসে। বেশ কয়েক মাস ভাঁটার টানের পরে অবশেষে লক্ষ্মী এসেছে হিন্দি ইন্ডাস্ট্রির ঘরে। একের পর এক ছবি সব দু হাতে টাকা কামাচ্ছে। ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) কার্যত ঝড় তুলে দিয়েছে বক্স অফিসে। এর মাঝে অন‍্যান‍্য ছবি নির্মাতাদের কপালে বড় বিপদ দেখা দিয়েছে। তবে অক্ষয় কুমার (Akshay Kumar) প্রমাণ করে দিলেন, এমনি এমনি সুপারস্টার তকমা পাননি তিনি।

১৮ মার্চ হোলির দিন মুক্তি পেয়েছে ‘বচ্চন পাণ্ডে’ (Bachchan Pandey)। এইদিন অন‍্য কোনো ছবি মুক্তি না পেলেও অক্ষয়ের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে দ‍্য কাশ্মীর ফাইলস। তা সত্ত্বেও মুক্তির দিনেই বড়সড় ধামাকা করল বচ্চন পাণ্ডে। ১৩.২৫ কোটি টাকা প্রথম দিনেই তুলে নিয়েছেন অক্ষয়।

1600x960 1277362 bachchan pandey
এই নিয়ে ১৩ বা ১৪ তম ছবি হল অক্ষয়ের যা প্রথম দিনেই এত টাকার ব‍্যবসা করল। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, পুনে, হায়দ্রাবাদ, বেঙ্গালুরুতে বেশিরভাগ শোই হাউজফুল যাচ্ছে। বিশেষ করে সন্ধ‍্যার শো গুলিতে ভিড় বেশি হচ্ছে বলে খবর।
প্রতিযোগিতা কিন্তু কম নেই বচ্চন পাণ্ডের। এখনো পর্যন্ত ৩০০০ টি স্ক্রিন পেয়েছে এই ছবি, যা কিনা ‘সূর্যবংশী’র থেকেও কম। অন‍্যদিকে দ‍্য কাশ্মীর ফাইলস চলছে ৪০০০ টি স্ক্রিনে। অক্ষয়ের মতো একজন তারকার ক্ষেত্রে এই সংখ‍্যাটি যথেষ্ট কম বলেই মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা।

https://www.instagram.com/p/CbRf1vyM5rc/?utm_medium=copy_link

উল্লেখ‍্য, আগামী সপ্তাহে কিন্তু প্রতিযোগিতাটা আরো বাড়বে। কারণ আগামী ২৫ মার্চ মুক্তি পেতে চলেছে এস এস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি ‘আর আর আর’। বিপদের এখানেই শেষ নেই। ইতিমধ‍্যেই সোশ‍্যাল মিডিয়ায় বচ্চন পাণ্ডেকে বয়কটের ডাক হয়েছে নেটনাগরিকদের একাংশের তরফে।

অভিযোগ উঠেছে, বলিউড ইচ্ছাকৃত ভাবে হিন্দু পণ্ডিতদের খলনায়ক হিসাবে দেখায়। ট্রেন্ডিংয়ে উঠে এসেছে হ‍্যাশট‍্যাগ বয়কট বচ্চন পাণ্ডে। এমতাবস্থায় অক্ষয়ের ছবি কতটা ব‍্যবসা করতে পারে সেটাই দেখার।

Niranjana Nag

সম্পর্কিত খবর