বাংলাহান্ট ডেস্ক: পরনে লাল শাড়ি, কপালে ইয়াব্বড় লাল টিপ, হাতে চুড়ি, বৃহন্নলার বেশে ধরা দিলেন অক্ষয় কুমার (akshay kumar)। সৌজন্যে ‘লক্ষ্মী বম্ব’ (lakshmi bomb) এর ট্রেলার (trailer)। আক্কি অনুরাগীদের দীর্ঘদিনের অপেক্ষা এবার শেষ হল। পোস্টার থেকে টিজার সবেতেই চমক দিয়েছিলেন অভিনেতা। এবার ট্রেলারেই তিনি দেখিয়ে দিলেন অ্যাকশন হোক বা বৃহন্নলার মতো চরিত্র, অক্ষয় সবেতেই একশোয় একশো।
কি আছে লক্ষ্মী বম্ব এর ট্রেলারে? কমেডি, হরর, রহস্য এককথায় সবই মিলবে ৩ মিনিট ৪০ সেকেন্ডের এই ভিডিওতে। আগে টিজারেই জানা গিয়েছিল লক্ষ্মণ থেকে লক্ষ্মীর চরিত্রে রূপান্তরিত হতে চলেছেন অক্ষয়। কিন্তু তার পেছনে কারণটা কি?
ট্রেলারের শুরুতেই অক্ষয়কে বলতে দেখা যাচ্ছে, যদি কোনোদিন তাঁর সামনে ভূত আসে তবে তিনি হাতে চুড়ি পরে নেবেন। আশ্চর্যের বিষয়, শেষ পর্যন্ত তাই হল অভিনেতার সঙ্গে। ধীরে ধীরে লক্ষ্মীর চরিত্রে বদলে যেতে থাকলেন তিনি। এরপর লক্ষ্মী কি কি করে তাই নিয়েই ছবির গল্প।
ট্রেলারে অবাক করবে শাড়ি পরে অক্ষয়ের বিশেষ কায়দায় হাঁটা, চমক লাগবে তাঁর মুখের অদ্ভূত আওয়াজেও। সর্বোপরি এমন অবতারে আক্কি এই প্রথম বার ধরা দিলেন। তাঁর বিপরীতে রয়েছেন কিয়ারা আডবানী। এছাড়াও ছবিতে রয়েছেন রাজেশ শর্মা, তুষার কাপুর, শরদ কেলকরের মতো অভিনেতারা।
Jahan kahi bhi hain, wahi ruk jaayyein aur taiyyaar ho jaayyein dekhne #LaxmmiBomb ka trailer, kyunki barasne aa rahi hai Laxmmi! #LaxmmiBombTrailer out now. #YeDiwaliLaxmmiBombWali!
#FoxStarStudios #DisneyPlusHotstarMultiplex @advani_kiara @offl_Lawrence pic.twitter.com/oJM6YljkBX
— Akshay Kumar (@akshaykumar) October 9, 2020
অক্ষয় নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ট্রেলারটি। সঙ্গে লিখেছেন, ‘যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে যান ও লক্ষ্মী বম্বের ট্রেলার দেখার জন্য তৈরি হয়ে যান। কারণ আসছে লক্ষ্মী।’
https://www.instagram.com/p/CFMRlarnLd6/?igshid=eci4076d0k1w
তামিল হরর কমেডি ছবি ‘কাঞ্চনা’র রিমেক হল লক্ষ্মী বম্ব। কাঞ্চনার পরিচালক তথা প্রযোজক রাঘব লরেন্সই এই ছবিরও পরিচালনা করেছেন। আগামী ৯ নভেম্বর ডিজনি হটস্টারে মুক্তি পাবে লক্ষ্মী বম্ব।