বাংলাহান্ট ডেস্ক: সোমবার সকাল সকালই ছবির শুটিং ছেড়ে মুম্বই ফিরতে হল অক্ষয় কুমারকে (akshay kumar)। অভিনেতার মা গুরুতর অসুস্থ। আইসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে। মায়ের অসুস্থতার খবর পেয়েই সমস্ত কাজ ফেলে দ্রুত মুম্বই ফেরেন অভিনেতা। এখনো পর্যন্ত অক্ষয়ের মায়ের শারীরিক পরিস্থিতির কোনো খবর প্রকাশ্যে আসেনি।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। অপরদিকে অভিনেতা ছিলেন লন্ডনে। রঞ্জিত তিওয়ারির সঙ্গে সিন্ডারেলা ছবির শুটিং করছিলেন তিনি। মায়ের অসুস্থতার খবর পেয়েই শুটিং বাতিল করে দেশে ফিরে আসেন তিনি।
শোনা যাচ্ছে, অক্ষয় নাকি ছবি নির্মাতাদের বলেছেন যে দৃশ্যগুলিতে তাঁর প্রয়োজন নেই সে দৃশ্যগুলির শুটিং চালু রাখতে। গত বছরেই লন্ডনে ‘বেল বটম’ ছবির শুটিংয়ে গিয়েছিলেন অক্ষয়। সেখানে মায়ের সঙ্গে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন অভিনেতা। তিনি লিখেছিলেন, ‘শুটের থেকে কিছু দিন বাঁচিয়ে রাখা লন্ডনে মায়ের সঙ্গে সময় কাটানোর জন্য। জীবনে যতই ব্যস্ত হও না কেন মনে রেখো ওঁরাও বৃদ্ধ হচ্ছেন। তাই যতক্ষণ পারছো ওঁদের সঙ্গে সময় কাটিয়ে নাও।’
প্রসঙ্গত, রঞ্জিত তিওয়ারির ছবি সিন্ডারেলার জন্য এই মুহূর্তে শুটিং করছেন অক্ষয়। ছবিতে নায়িকার চরিত্রে রয়েছেন রকুল প্রীত সিং। জানা যাচ্ছে ছবিটি মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার। উল্লেখ্য, অক্ষয়ের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি বেল বটমেরও পরিচালক ছিলেন রঞ্জিত তিওয়ারি।
করোনা আবহে এখন প্রায় সব ছবিই মুক্তি পাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। বাড়বাড়ন্ত নিত্য নতুন ওয়েব সিরিজের। নিয়ম মেনে সদ্য কিছু হল ও মাল্টিপ্লেক্স নির্দিষ্ট সংখ্যক দর্শক নিয়ে খুলেছে। আর সেই সুযোগ কাজে লাগিয়েই বড়পর্দায় ছবি রিলিজ করেন অক্ষয়। ১৯৮০ সালের একটি সত্য ঘটনা নিয়ে তৈরি অক্ষয় কুমারের এই স্পাই থ্রিলার। ছবিতে অক্ষয়ের কোড নেম বেল বটম। তিনি ছাড়াও ছবিতে রয়েছেন বাণী কাপুর ও লারা দত্ত। পরবর্তীতে অতরঙ্গি রে, সূর্যবংশী, রক্ষা বন্ধন এবং রাম সেতু ছবিতে দেখা যাবে আক্কিকে।