বলিউডের এই অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন অক্ষয় পুত্র আরভ, সরাসরি দিলেন ডেটে নিয়ে যাওয়ার প্রস্তাব

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে অক্ষয় কুমারের (akshay kumar) জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার অবকাশ রাখে না। তারকা সন্তান হিসাবে তাঁর ছেলে আরভও (aarav) যে লাইমলাইটে থাকবেন তা বলা বাহুল‍্য। এর আগেও সংবাদ শিরোনামে উঠে এসেছে আরভের নাম। এবার শোনা গেল এক বলিউড অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন অক্ষয় পুত্র।

জানা গিয়েছে, সেই বলিউড অভিনেত্রী হলেন আলিয়া ভাট (alia bhatt)। আলিয়ার প্রেমে কার্যত হাবুডুবু খাচ্ছেন আরভ। আলিয়ার অভিনয়ের নাকি তিনি খুব বড় ভক্ত। সম্প্রতি এমনটাই জানিয়েছেন খোদ অক্ষয় কুমারের পুত্র।


আরভ আরো জানান, আলিয়াকে ডেটেও নিয়ে যেতে চান তিনি। তবে অভিনেত্রী যে রণবীর কাপুরের সঙ্গে এখন সম্পর্কে রয়েছেন তা সকলেই জানেন। কাপুর খানদানের রাজপুত্রও যে আলিয়াকে নিয়ে বেশ সিরিয়াস তাও স্বীকার করেন নেটিজেনরা। এমতাবস্থায় অক্ষয় পুত্রের এই মন্তব‍্য শুনে আলিয়া কি প্রতিক্রিয়া দেবেন সেটাই দেখার বিষয়।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র ছবির শুটিংয়ে ব‍্যস্ত ছিলেন আলিয়া। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন রণবীর কাপুর। চলতি বছরের শেষে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু লকডাউনের কারণে এই ছবির মুক্তি ফের পিছিয়ে দেওয়া হয়েছে।


সম্প্রতি পরিচালক এস এস রাজামৌলির ‘RRR’ ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন আলিয়া। এর আগে শোনা গিয়েছিল ‘RRR’ থেকে বাদ পড়েছেন আলিয়া। সুশান্তের মৃত‍্যুর প‍র বলিপাড়ায় এমনই গুঞ্জন শোনা গিয়েছিল। আলিয়ার বদলে ওই চরিত্রে নাকি নেওয়ার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়াকে।

অনেকেই বলেছিলেন, সম্ভবত সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর পরিস্থিতির কথা বিবেচনা করেই আলিয়াকে ছবি থেকে সরিয়ে দিয়েছেন নির্মাতারা। কিন্তু সব গুজব নস‍্যাৎ করেই রাজামৌলির ছবিতে যোগ দিলেন আলিয়া।

X