পরপর দুবার, মুক্তির কয়েক ঘন্টার মধ‍্যে অনলাইনে ফাঁস অক্ষয়ের ‘সূর্যবংশী’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘বেল বটম’ এর পর এবার ‘সূর্যবংশী’ (sooryavanshi)। ফের অনলাইনে ফাঁস হয়ে গেল অক্ষয় কুমারের (akshay kumar) ছবি। ‘সূর্যবংশী’ মুক্তি পাওয়ার ২৪ ঘন্টাও হয়নি, তার আগেই অনলাইনে এসে হাই ডেফিনিশন কোয়ালিটির প্রিন্ট। অভিযোগের আঙুল উঠছে কুখ‍্যাত তামিল রকারসের দিকে।

৫ নভেম্বর, দিওয়ালির দিন মুক্তি পেয়েছে অক্ষয় ও ক‍্যাটরিনা অভিনীত সূর্যবংশী। এক বছরের অপেক্ষার পরেও ঠিক মুক্তির আগে আগে লাভের অঙ্ক নিয়ে গোল বেঁধেছিল। সব বাধা কাটিয়ে যাও বা প্রেক্ষগৃহে এল সূর্যবংশী তার কয়েক ঘন্টার মধ‍্যেই অনলাইনে ফাঁস হয়ে গেল ছবি।


তামিল রকারসের পাশাপাশি টেলিগ্রাম, মুভিরুলজের মতো অনলাইন সাইটেও পাওয়া যাচ্ছে সূর্যবংশীর হাই ডেফিনিশন কোয়ালিটির প্রিন্ট। এই ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে কলাকুশলী থেকে নির্মাতাদের কপালে। ২০২০ তে লকডাউনের পরেই মুক্তি পাওয়ার কথা ছিল পরিচালক রোহিত শেট্টির এই কপ ড্রামার। কিন্তু প্রেক্ষাগৃহ না খোলায় তা সম্ভব হয়নি।

এমতাবস্থায় বহু ছবিই হল রিলিজের বদলে বেছে নিয়েছে ডিজিটাল রিলিজ। নিউ নর্মাল বদলে দিয়েছে ফিল্মি জগৎকেও। কিন্তু রোহিত বা অক্ষয় কেউই ডিজিটাল প্ল‍্যাটফর্মে ছবি রিলিজের পক্ষপাতী ছিলেন না। তার একটা কারণ, বিগ বাজেটের ছবি সূর্যবংশী। সূর্যবংশীই প্রথম ছবি যা হল খোলার পর প্রথম চলল পর্দায়।

এই মুহূর্তে সবথেকে বড় লক্ষ‍্য ছিল, প্রায় দু বছর পর একটা বড় সংখ‍্যক দর্শককে হলমুখী করা। ছবি থেকে একটা বড় অঙ্কের টাকা ওঠার কথা চিন্তা করে রেখেছিলেন নির্মাতারা। এমতাবস্থায় ছবি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার মতো ঘটনা স্বাভাবিক ভাবেই চিন্তায় ফেলেছে নির্মাতাদের।

এর আগে একই ঘটনা ঘটেছিল অক্ষয়ের বেল বটম ছবির সঙ্গে। সেটিও বড় বাজেটের ছবি ছিল। প্রথম দিনেই তামিল রকারস, ফিল্মিজিলা, টেলিগ্রাম এর মতো বেশ কিছু অনলাইন সাইটে হাই ডেফিনিশন ফর্ম‍্যাটে ফাঁস হয়ে গিয়েছিল বেল বটম।

পাইরেসির ঘটনা বড়পর্দার ছবির কাছে নতুন নয়। বলিউড থেকে হলিউড অনেক ছবিকেই পড়তে হয়েছে এমন পরিস্থিতিতে। অনলাইন ফাঁস হয়ে যাওয়ায় বড় বাজেটের কিছু ছবিকে দেখতে হয়েছে ক্ষতির মুখও। পাইরেসি কাটতে কিছু কিছু ছবির নির্মাতারা বিশেষ ব‍্যবস্থাও নিয়েছেন। তাতে কিছুদিনের জন‍্য দৌরাত্ম কমলেও ফের অবস্থা যে কে সেই।

X