আমের ছিবড়ের মতো অভিনেত্রীদের পছন্দ নয়, চেহারা ভারী হওয়া চাই, অক্ষয়ের বিষ্ফোরক মন্তব‍্যে বিতর্ক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যত বড় আর জনপ্রিয় তারকাই হোক না কেন, এমন খুব কম মানুষ আছে যার নামের সঙ্গে কখনো কোনো বিতর্ক (Controversy) জড়ায়নি। খুব মেপেজুপে মুখ খুলতে হয় অভিনেতা অভিনেত্রীদের। তবুও কেউ বেফাঁস কিছু বলে বসলেই শুরু হয়ে যায় নিন্দা, সমালোচনা। একবার অভিনেত্রীদের ‘ছিবড়ে হয়ে যাওয়া আম’ এর সঙ্গে তুলনা করে ট্রোলড হয়েছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)।

বলিউডের জনপ্রিয়তম তারকাদের মধ‍্যে তিনি একজন। কিন্তু অক্ষয়ের নামের সঙ্গেও জড়িয়ে বহু বিতর্ক। এখনো পর্যন্ত নিত‍্য নতুন অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তবে এই ঘটনা বেশ পুরনো, দশ বছর আগেকার। অক্ষয় সে সময়েও পরপর হিট দিয়ে চলেছেন। ‘হাউজফুল ২’ আর ‘রাউডি রাঠোর’ দুটোই সুপারহিট।


দুই ছবিতে তাঁর নায়িকা ছিলেন আসিন (Asin) এব‌ং সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। এক সাক্ষাৎকারে দুই অভিনেত্রীর সম্পর্কে বলতে গিয়ে অক্ষয় মন্তব‍্য করেছিলেন, দুজনেই বর্তমান সময়ের জন‍্য উপযুক্ত। কেউই নবাগতা নয়। সোনাক্ষীর নিজস্ব একটা স্টাইল রয়েছে। তাঁর ফিগারও ভারতীয় নারীদের মতো, সাইজ জিরো নয়।

অক্ষয় বলেছিলেন, “সোনাক্ষীকে দেখে মনে বেশ ওজনদার পরিবার থেকে এসেছে। আমি খাঁটি পঞ্জাবি। আমার এমন অভিনেত্রী পছন্দ যাদের চেহারা একটু ভারী। ছিবড়ে হয়ে যাওয়া আমের মতো যেন না লাগে!”

সে সময়ে অক্ষয়ের মন্তব‍্য নিয়ে তেমন হইচই হয়নি। সমস‍্যাটা শুরু হয় অনেক পরে, ২০১৯ সালে। বডি শেমিং আর মহিলা বিদ্বেষের অভিযোগ ওঠে অক্ষয়ের বিরুদ্ধে। সে সময়ে তিনি এবং সোনাক্ষী ব‍্যস্ত ‘মিশন মঙ্গল’ ছবির প্রচারে। সে সময়ে অভিনেতার পাশে দাঁড়িয়েছিলেন তাঁর নায়িকাই।


নিন্দুকদের একহাত নিয়ে তিনি বলেছিলেন, ট্রোলারদের আর কিছুই করার নেই। তাই অন‍্যদের অপমান করার ছুতো খুঁজে বেড়ায়। তিনি নিজেও কেরিয়ারের শুরুতে হাসির পাত্র হয়েছিলেন ওজনের জন‍্য। ৩০ কেজি কমিয়েও খুব একটা লাভ হয়নি। অক্ষয় তাঁর সপক্ষেই মন্তব‍্যটা করেছিলেন বলে দাবি করেন সোনাক্ষী।

অক্ষয়কে ‘জেন্টলম‍্যান’ এর তকমা দিয়ে অভিনেত্রী বলেছিলেন, কাউকে ছোট করার কোনো উদ্দেশ‍্য ছিল না তাঁর। তিনি আর অক্ষয় খুব ভাল বন্ধু এবং সহকর্মী। উপরন্তু অক্ষয় তাঁকে নিয়ে মন্তব‍্য করেছিলেন। তাঁর নিজের যদি কোনো সমস‍্যা না থাকে তাহলে অন‍্যদের এত মাথাব‍্যথা কেন? প্রশ্ন করেছিলেন সোনাক্ষী।

X