একটু আওয়াজ করলেই বেঘোরে যাবে প্রাণ, ট্রেনে ডাকাতের হাতে লুট অক্ষয়ের সমস্ত মালপত্র

বাংলাহান্ট ডেস্ক: অক্ষয় কুমার (Akshay Kumar), বলিউডের তথাকথিত বহিরাগত অভিনেতা যিনি নিজের দমে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন। কোনো গডফাদার ছাড়াই শূন্য থেকে শুরু করে আজ নিজের রাজত্ব তৈরি করেছেন অক্ষয়। একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। তবে এই পর্যায়ে পৌঁছানোর জন্য তাঁকে যে কতটা স্ট্রাগল করতে হয়েছে তা জানেন খুব কম মানুষই।

বছর কয়েক আগে অনুপম খেরের চ্যাট শো তে এসে কেরিয়ারের শুরুর দিককার একটি ঘটনার কথা শুনিয়েছিলেন অক্ষয়। দুর্ধর্ষ ডাকাতদের হাত থেকে কীভাবে বেঁচে ফিরেছিলেন তিনি সেই রোমাঞ্চকর কাহিনি শুনিয়েছিলেন অভিনেতা। ট্রেনে ভয়াবহ ডাকাতির সম্মুখীন হয়েছিলেন তিনি। সবকিছু লুট হয়ে যাওয়ার পর শুধুমাত্র পিতৃদত্ত প্রাণটা হাতে করে ফিরতে পেরেছিলেন।

Akshay Kumar Bald Padman
অক্ষয় জানিয়েছিলেন, তিনি কয়েক হাজার টাকার কেনাকাটা করে ফিরছিলেন ট্রেনে। প্রায় ৪-৫ হাজার টাকার জিনিসপত্র ছিল তাঁর কাছে। ট্রেন যখন চম্বল পৌঁছায় তখন ট্রেনে ডাকাতরা আক্রমণ করে। অভিনেতা যে বগিতে ছিলেন সেই বগিতে ঢুকে এসেছিল ডাকাত। অক্ষয় সে সময়ে ঘুমোচ্ছিলেন।

আওয়াজে তাঁর ঘুম ভেঙে যায়। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে চুপচাপ চোখ বুজে শুয়েছিলেন তিনি। একটুও আওয়াজ করলে গুলি চালিয়ে দিত ডাকাতরা। শুয়ে শুয়েই দেখেন ডাকাতরা তাঁর জিনিসপত্র উঠিয়ে নিয়ে যাচ্ছে। অভিনেতা জানিয়েছিলেন, গোটা বগির সমস্ত মালপত্র হাপিস করে দিয়েছিল ডাকাতরা। এমনকি অক্ষয়ের চটি জোড়া পর্যন্ত ছাড়েনি। সবকিছু খুইয়ে কপর্দকশূন্য হয়ে দিল্লিতে নেমেছিলেন অক্ষয়। সেই অভিজ্ঞতা এখনো পর্যন্ত মনে রেখে দিয়েছেন অভিনেতা।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই মুক্তি পেয়েছে সম্রাট পৃথ্বীরাজ। কিন্তু বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারেনি ছবিটি। আগামীতে রাম সেতু, রক্ষাবন্ধন, ওএমজি ২, সেলফি, বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর মতো বেশ কিছু ছবিতে দেখা যাবে অক্ষয়কে।


Niranjana Nag

সম্পর্কিত খবর