বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বুকে ফের একবার আল কায়দা (Al Qaeda) জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে গ্রেফতার করা হলো এক যুবককে। মাত্র ২০ বছর বয়সী যুবক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা (South 24 Pargana) এলাকায়। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সাম্প্রতিক সময়ে বাংলায় জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেফতারের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। গত সেপ্টেম্বর মাসে ডায়মন্ড হারবারে দুই যুবককে গ্রেফতার করে এসটিএফ। অভিযুক্ত দুই যুবকের মধ্যে একজনকে মুম্বই থেকে গ্রেফতার করে আনা হয়। তাদের মধ্যে ধৃত এক শিক্ষককে জেরা করে বর্তমানে মনিরুদ্দিন খান নামে ২০ বছর বয়সী যুবককে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
সূত্রের খবর, বিগত বেশ কয়েকদিন ধরেই মনিরুদ্দিন খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসে পুলিশের হাতে এবং পরবর্তীতে গত শনিবার অভিযান চালিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে জঙ্গি সংগঠনের হয়ে কাজ করার পাশাপাশি একাধিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল মনিরুদ্দিন। এক্ষেত্রে ভুয়ো পরিচয় পত্র তৈরি থেকে শুরু করে জঙ্গি সংগঠনে লোকেদের নিয়ে আসার দায়িত্ব ছিল অভিযুক্তের ওপর। শনিবার মনিরুদ্দিন খানকে গ্রেফতার করার পর গতকাল তাকে আদালতে তোলা হয়।
এক্ষেত্রে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করার পাশাপাশি ইতিমধ্যেই আদালত তাকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বলে খবর। বাংলার বুকে জঙ্গি কার্যকলাপের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাওয়ার কারণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন মানুষজন।