নূপুর শর্মার মন্তব্যের জের, ভারতে হামলা চালানোর হুমকি আল-কায়দার! এল চিঠি

বাংলা হান্ট ডেস্ক: হজরত মহম্মদকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে বেশ বিপাকে পড়েছে বিজেপি সরকার। একের পর এক মুসলিম দেশ থেকে উঠেছে নিন্দার ঝড়। এই বিতর্কের মধ্যেই এবার ভারতকে হুমকি দিল জঙ্গি সংগঠন আল-কায়দা। হজরত মহম্মদের অসম্মানের বদলা নিতে এই জঙ্গি সংগঠন আত্মঘাতী হামলা চালাতে পারে বলেই হুমকি এসেছে। এই সংগঠনের আত্মঘাতী হামলাকারীরা নাকি বর্তমানে গুজরাট, উত্তরপ্রদেশ, মুম্বই ও দিল্লিতে আক্রমণের জন্য প্রস্তুত রয়েছে। আল-কায়দা’ একটি বিবৃতি দিয়ে বলেছে, ‘দিল্লি, মুম্বই, উত্তরপ্রদেশ ও গুজরাটে গেরুয়া জঙ্গিরা এবার তাদের শেষ পরিণতির জন্য তৈরি হোক।’

হুমকির বার্তায় আরও বলা হয়েছে, ‘তারা না নিজেদের বাড়িতে বা সেনা ক্যান্টনমেন্টে কোথাও নিরাপদ আশ্রয় পাবে না। আমরা যদি আমাদের প্রিয় নবি হজরত মহম্মদের অপমানের প্রতিশোধ না নিতে না পারি তাহলে যেন আমাদের মায়েরা শোকাহত হন। যারা হজরত মহম্মদকে অসম্মান করেছে, তাদের শেষ করে দিতে আমরা নিজেদের শরীরে এবং নিজেদের সন্তানদের শরীরে বোমা বেঁধে উড়িয়ে দিতেও পিছপা হব না। কাউকে ক্ষমা করব না আমরা। কোনও নিরাপত্তাই তাদের বাঁচাতে পারবে না।’ উল্লেখ্য, হজরত মহম্মদকে নিয়ে বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে পশ্চিম এশিয়ার ইসলামিক দেশগুলি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এই রকম উদ্বেগজনক পরিবেশেই ভারতে সন্ত্রাসবাদী আক্রমণ চালাতে বদ্ধপরিকর আল-কায়দা।

সম্প্রতি মহম্মদ জুবায়ের নামে এক ব্যক্তি বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপূর শর্মার একটি ভিডিয়ো ট্যুইট করেন। জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত একটি আলোচনাসভায় নুপূর বিতর্কিত মন্তব্য করেছেন বলে দাবি করা হয় এই ট্যুইটে। এই ঘটনা নিয়েই সৃষ্টি হয় তুমুল বিতর্কের। সেই পরিস্থিতিতে রবিবারই নুপূর শর্মাকে সাসপেন্ড করে বিজেপির হাইকমান্ড।

nupur bjp

ঘটনায় উঠে আসে আরও একটি নাম, তিনি বিজেপি মুখপাত্র নবীনকুমার জিন্দল৷ তাঁকেও দল শাস্তি হিসাবে বহিষ্কার করে। জানা যাচ্ছে দলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন নূপুর। নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন জিন্দল। এর মধ্যেই কাতারের তরফে ভারতীয় দূতকে তলব করা হয়। পরে একই পদ্ধতি অবলম্বন করে কুয়েতও। যদিও ভারত এই বিষয়ে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ভারতও স্বীকার করেছে মন্তব্যটি অত্যন্ত বিতর্কিত। নয়াদিল্লির তরফ থেকে বলা হয়, ভারত সমস্ত ধর্মকে শ্রদ্ধা করে। তবে এত কিছুর পরও আল-কায়দার হুমকিকে যথেষ্ট গুরুত্বর সঙ্গেই দেখছে ভারতের প্রতিরক্ষা বিভাগ।

Sudipto

সম্পর্কিত খবর