বাংলাহান্ট ডেস্ক : আমেরিকার ড্রোন হামলায় নিহত আল কায়দা (Al Qaeda) প্রধান আয়মান আল জওয়াহিরি (Al Zawahiri) ইতিমধ্যেই এই ঘটনা স্বীকার করেছে হোয়াইট হাউস (White House)। এমন কি জওয়াহিরির মৃত্যুর পর কে আল কায়দার নেতৃত্ব সামলাবেন তা চলছে চর্চা। কিন্তু এরই মধ্যে উঠে এল আর এক বিস্ফোরক তথ্য। পরপর তিন বার মৃত্যু হয়ে হয়েছে জওয়াহিরির এমন খবর বিশ্বে রটে যায়। কিন্তু তারপরই আশ্চর্যজনক ভাবে সে বেঁচে ফিরে আসে। জানা যাচ্ছে, এর আগে ২০০৬, ২০০৮ এবং ২০২০ সালেও আল জওয়াহিরির মৃত্যুর খবর সামনে আসে। আর প্রত্যেক বারেই সেই খবর মিথ্যে প্রমানিত হয় ।
জানা যাচ্ছে, ২০০৬ সালে আমেরিকার বায়ুসেনা পাকিস্তানে হামলা চালায়। সেই হামলায় জওয়াহিরি সহ একাধিক আল কায়দা নেতার মৃত্যু হয়েছে, এমনই দাবি করে হোয়াইট হাউস। কিন্তু হামলার পরই জওয়াহিরি নিজেই একটি ভিডিও প্রকাশ করে জীবিত থাকার কথা ঘোষণা করেন। সেই ভিডিওতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ড বুশকে খোঁচা দিয়ে বলেন, ‘বুশ আপনি কি জানেন আমি কোথায় আছি?’
এরপর আরও একবার ২০০৮ সালে জওয়াহিরি মৃত্যুর খবর সামনে আসে। সেবারও আমেরিকান বায়ুসেনার হামলায় মারাত্মক ভাবে জখম হয়েছেন জওয়াহিরি এমনই শোনা যায়। তার কিছু সময় পর তিনি মারা যান বলে জানা যায়। সেবারেও একটি ভিডিও আপলোড মৃত্যুর খবরকে মিথ্যা বলে প্রমান করেন আল কায়দা প্রধান।
এরপর ২০২০ সালেও রটে যায় যে অসুস্থ হয়ে মারা গেছেন আল কায়দা প্রধান জওয়াহিরি। কিন্তু সেবারেরও বেঁচে ফিরে আসেন তিনি। ২০০১ সালের আমেরিকার সন্ত্রাসবাদী হামলার পর একাধিকবার জাওয়াহিরিকে হত্যার পরিকল্পনা করে আমেরিকা। কিন্তু প্রত্যেক বারেই অদ্ভুত উপায়ে বেঁচে যায় জওয়াহিরি।
এবারেও প্রশ্ন উঠছে আদৌও কি জাওয়াহিরি মারা গেছে নাকি আবারও প্রত্যেক বারের মতো অদ্ভুত ভাবে বেঁচে উঠবে সে? তবে হোয়াইট হাউস জানাচ্ছে এবারে বেঁচে ওঠার কোনও সম্ভাবনাই নেই জওয়াহিরির। এবারে আমেরিকান সেনা হেলফায়ার আর৯এক্স মিসাইল ব্যবহার করেছিল, যার নিশানা একেবারে নিঁখুত। তাই জিয়াহিরির মৃত্যু নিশ্চিত বলে দাবি করছে হোয়াইট হাউস।