গলায় ছুরি ধরে লক্ষাধিক টাকা লুঠ! নিজের বাড়িতে দুষ্কৃতীদের কবলে ভিকি কৌশলের নায়িকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দিনে দুপুরে বাড়ির মধ‍্যে ঢুকে এসে লক্ষাধিক টাকা লুঠ করে নিল দুষ্কৃতীরা। গলায় ছুরি ধরে রাখায় বাধা দেওয়ার সুযোগও পেলেন না গৃহকর্ত্রী। না এ কোনো সিনেমার দৃশ‍্য নয়, বাস্তবেই এমনটা ঘটেছে। তাও আবার বিনোদন জগতের একজন অভিনেত্রীর সঙ্গেই! দিনে দুপুরে লক্ষাধিক টাকার ডাকাতি হয়ে গিয়েছে তাঁর বাড়িতে।

তিনি ভিকি কৌশলের (vicky kaushal) ছবির নায়িকা অলঙ্কৃতা সহায় (alankrita sahai)। বলিউডে মডেলিংয়ের পাশাপাশি টুকটাক ছবিতে অভিনয়ও করেন তিনি। হঠাৎ করেই এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে তাঁকে। ঘটনা মঙ্গলবারের। এদিন নিজের চণ্ডীগড়ের ফ্ল‍্যাটে দুষ্কৃতী হামলার শিকার হতে হয় অলঙ্কৃতাকে।


জানা যাচ্ছে, সম্প্রতি নিজের বাড়ির জন‍্য বেশ কয়েকটি আসবাব কিনেছিলেন মডেল অভিনেত্রী। গত রবিবার সেই সব নতুন আসবাব ডেলিভারি দিতে তাঁর বাড়িতে এসেছিলেন দোকানের কয়েকজন কর্মচারী। এরপরেই মঙ্গলবার মুখোশ পরে তিন দুষ্কৃতী তাঁর ফ্ল‍্যাটে ঢুকে আসেন অতর্কিতে।

পুলিসের কাছে অলঙ্কৃতার লিখিত অভিযোগ থেকে জানা যাচ্ছে, একজন তাঁর হাত থেকে জোর করে এটিএম কার্ড ছিনিয়ে নেয়। অন‍্য দুজন নজর রেখেছিল তাঁর উপর। গোটা সময়টা তাঁর গলার কাছে ছুরি ধরে রাখা ছিল। ডাকাতির পর দুষ্কৃতীরা তাঁর হাতে ৫০ হাজার টাকা এবং এটিএম কার্ডটি ফিরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে অলঙ্কৃতা চিৎকার করে উঠলে বারান্দা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সাড়ে ছয় লক্ষ টাকা লুঠ করা হয়েছে তাঁর এটিএম থেকে।

অলঙ্কৃতার অভিযোগ পেয়ে ইতিমধ‍্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিস। পুলিসের প্রাথমিক সন্দেহ, রবিবার যারা আসবাব ডেলিভারি দিতে অভিনেত্রীর ফ্ল‍্যাটে এসেছিলেন তাদের মধ‍্যে থেকেই কেউ একজন দুষ্কৃতী সেজে হামলা করেছিলেন মঙ্গলবার। অলঙ্কৃতা জানান, রবিবার দোকানের কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তাঁর। পুলিসের সন্দেহ, এই হামলা সেই বিবাদের প্রতিশোধেও হতে পারে।

চণ্ডীগড়ের ফ্ল‍্যাটে অলঙ্কৃতা একাই থাকেন। তাঁর পরিবার থাকে দিল্লিতে। বলিউডে মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। মডেলিং দুনিয়খয় বেশ জনপ্রিয় নাম অলঙ্কৃতা সহায়। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তিনি। ভিকি কৌশলের সঙ্গে লভ পার স্কোয়‍্যার ফিট ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন অলঙ্কৃতা।

X