বাংলাহান্ট ডেস্ক: নেটদুনিয়ায় হেনস্থা হওয়া তারকাদের কাছে নতুন কিছু নয়। বহুবার ছবি বা ভিডিও বা অন্য কোনও বিষয় নিয়ে ট্রোল বা সমালোচনার শিকার হয়েছেন তারকারা। সম্প্রতি এমনই পরিস্থিতির শিকার হতে হল অনন্যা পাণ্ডের (ananya pandey) তুতো বোন অলন্যা পাণ্ডেকে (alanna pandey)। অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডের ভাইঝি অলন্যা অর্থাৎ সম্পর্কে অনন্যার সে তুতো বোন।
এবার বিকিনি পরে ছবি শেয়ার করায় গণধর্ষনের হুমকি পেলেন অলন্যা, তাও আবার একজন মহিলার কাছ থেকে। সম্প্রতি নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন এই তারকা সন্তান। অলন্যা জানান, বিকিনি পরে ছবি শেয়ার করার জন্য ওই মহিলা কমেন্ট করেন, গণধর্ষণ করা উচিত অলন্যাকে।
সেই সঙ্গে অলন্যার বাবা মাকেও ট্যাগ করেন ওই মহিলা যাতে তাঁরাও বিষয়টার সঙ্গে ওয়াকিবহাল থাকেন। অলন্যা জানান, তিনি এতটাই অবাক হয়ে গিয়েছিলেন যে ওই মহিলাকে ব্লক করে দেন তিনি। ইনস্টাগ্রামের তরফে ডিলিট করে দেওয়া হয় ওই কমেন্ট।
অনন্যার বোন আরও জানান, যখন ওই মহিলার অ্যাকাউন্ট ব্লক করতে যান তিনি তখন দেখেন প্রায় অলন্যার বয়সীই এক মেয়ে রয়েছে তাঁর। অলন্যার বক্তব্য, নিজে একজন মা হয়ে কিকরে অন্যের সন্তানের সম্পর্কে এমন মন্তব্য করতে পারলেন ওই মহিলা।
https://www.instagram.com/p/CBLisxBhNzB/?igshid=ao1n6j6oe5mq
তবে এটা প্রথম নয়, এর আগে অনেকবারই তাঁর পোস্টে নানা কুকথা বলা হয়েছে তাঁর সম্পর্কে। মাঝে মাঝেই বিকিনি পরে ছবি শেয়ার করেন তিনি। প্রশংসার পাশাপাশি বহু খারাপ মন্তব্যও শুনতে হয় তাঁকে। এখন এসব গা সওয়া হয়ে গিয়েছে বলেই বক্তব্য অলন্যার।
প্রসঙ্গত, অনন্যার তুতো বোন অলন্যা পাণ্ডে একজন মডেল। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা লক্ষাধিক। অভিনয় জগতে না থেকেও অনন্যার থেকে তাঁর জনপ্রিয়তা কম কিছু না।