বাংলাহান্ট ডেস্কঃ সরাসরি প্রাণনাশের হুমকি পেলেন রাজ্য সরকারের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। স্পিড পোস্ট মারফত পাওয়া একটি চিঠিতে, তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই চিঠি এসেছে তাঁরই স্ত্রীর নামে। যদিও এই চিঠি নিয়ে এখনও মুখ খোলেননি আলাপন বন্দ্যোপাধ্যায়।
আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মঙ্গলবার স্পিড পোস্ট মারফত সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নামে একটি চিঠি আসে। যে চিঠি খুলতেই দেখা যায় আলাপন বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই এক লাইন ইংরেজি লেখা আসে। আর তাতে প্রেরকের নাম ঠিকানা সবই রয়েছে।
চিঠির ওই এক লাইনে লেখা রয়েছে, ‘Your husband will be killed. No body can save the life of your husband.’ এই লাইনের মর্মার্থ হচ্ছে, ‘আপনার স্বামী মারা যাবেন। আপনার স্বামীর জীবন কেউ বাঁচাতে পারবে না‘। এমন চিঠিতে প্রেরকের নাম ঠিকানায় রয়েছে, গৌরহরি মিশ্র, কেয়ার অব ডঃ মহুয়া ঘোষ, রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল টেকনোলজি।
এমন চিঠি হাতে পাওয়ার পর সেই চিঠির বিষয়ে পুলিশ এবং রাজ্য সরকারকে জানানো হয়। সেইসঙ্গে চিঠির প্রতিলিপি পাঠানো হয় রাজাবাজার সায়েন্স কলেজের সায়েন্স সেক্রেটারিকেও। কারণ সেখানে প্রেরকের নাম ঠিকানায় তেমনটাই জ্বলজ্বল করছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
এবিষয়ে কলকাতা পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা এই চিঠি প্রেরকের খোঁজ করতে শুরু করেছে। যদিও এই বিষয়ে এখনও অবধি কোন মন্তব্য করতে শোনা যায়নি আলাপন বন্দ্যোপাধ্যায়কে।