এভিলিনের মৃত্যুর পর দ্বিতীয়বার বাবা হলেন কাবো! ছেলে হল নাকি মেয়ে?

বাংলা হান্ট ডেস্ক: মাত্র ৮ মাসের শিশু কন্যাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছিলেন সারেগামাপা জয়ী (Saregamapa Winner) গায়ক অ্যালবার্ট কাবো (Albert Kaboo)। সদ্যজাত এভিলিনকে (Evelyn) হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছিলেন গায়ক। ফুটফুটে কন্যা সন্তানকে হারানোর শোকে সেসময় কাবো মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে গান-বাজনাও ছেড়ে দিয়েছিলেন তিনি।

দ্বিতীয়বার বাবা হলেন অ্যালবার্ট কাবো (Albert Kaboo)

তবে প্রথম সন্তান হারানোর এক বছর যেতে না যেতেই আরো একবার হাসি ফুটেছে অ্যালবার্ট কাবো (Albert Kaboo) এবং তার স্ত্রী পূজা ছেত্রীর (Pooja Chetri) মুখে। দ্বিতীয়বার সন্তানসুখ লাভ করেছেন এই দম্পতি। জানা যাচ্ছে  দুমাস আগেই আবার বাবা হয়েছেন কাবো। যদিও এতদিন সেই সুখবর চাপাই ছিল। তবে সম্প্রতি হিন্দুস্থান টাইমস বাংলার কাছে একথা  স্বীকার করে নিয়েছেন গায়ক। এপ্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, ভগবানের অশেষ কৃপা। আমার স্ত্রী পূজার দু-মাস আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছে’।

   

এখন প্রশ্ন হল ছেলে নাকি মেয়ের বাবা হলেন কাবো? জানা যাচ্ছে, কাবোর এই দ্বিতীয় সন্তানের মধ্যে দিয়ে যেন এভিলিনই ফিরে এসেছেন নতুন রূপে। আসলে এবারও কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কাবোর স্ত্রী পূজা। আর দ্বিতীয়বার বাবা হওয়ার আনন্দ ভাগ করে নিয়ে গায়ক এদিন বলেছেন, ‘আমরা খুব খুশি। আনন্দের ঠিকানা নেই। সকলে ওকে আর্শীবাদ করবেন’। প্রসঙ্গত চলতি বছরের এপ্রিল মাসেই পূজার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সকলের সাথে ভাগ করে নিয়েছিলেন গায়ক।

আরও পড়ুন: ‘আমাদের মেনে নিতে হবে’, অবশেষে ঐশ্বর্যর সাথে ডিভোর্স নিয়ে মুখ খুললেন অভিষেক

উলেখ্য শুরু থেকেই কাবোর জীবনের সাপোর্ট সিস্টেম তাঁর স্ত্রী। জিটিভি সারেগামাপা-র ট্রফি জয়ের পর এক সাক্ষাৎকারে কাবো জানিয়েছিলেন, ‘মেয়ের ট্রিটমেন্টের জন্য অনেক শো করেছিলাম। কিন্তু ওই থাকল না… (খানিক নিস্তব্ধতা) আমার তো মনই ছিল না আর গান-বাজনায়। ছেড়ে দিয়েছিলাম সব।’

Kaboo 1

কিন্তু সেসময় কাবোকে মনের জোর দিয়ে তাঁর স্ত্রী পূজা তাঁকে বলেছিলেন, ‘তোমাকে জিটিভি সারেগামাপা-তে যেতে হবে। তোমাকে আমাদের মেয়ের জন্য যেতে হবে।’ এরপর আর না বলতে পারেননি কাবো।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর