বাংলাহান্ট ডেস্ক : মনে করুন আপনার খুব জল পিপাসা পেয়েছে। তাই পাম্প করছেন টিউবওয়েল। কিন্তু কল থেকে জলের বদলে বেরোচ্ছে মদ। তাহলে কেমন হবে? অবাক হয়ে যাবেন তো? হ্যাঁ ঠিক এমন ঘটনাই ঘটেছে মধ্য প্রদেশে। মধ্যপ্রদেশের গুনায় ঢাকায় চলছিল অবৈধ মদের ব্যবসা। সেই ব্যবসার তদন্ত করতে নামেন পুলিশ । আর তারপরে বেরিয়ে আসে কেঁচো খুঁড়তে কেউটে।
সংবাদমাধ্যম সূত্রে খবর , উপরে রাখা হয়েছিল একটি টিউবওয়েল। তার নিচে প্রায় ৭ ফুট গভীরে রাখা থাকতো ট্যাংক ভর্তি মদ । তা আবার এমন ভাবেই রাখা থাকতো যাতে টিউবওয়েল পাম্প করলেই জলের মত মদ বেরিয়ে আসে । জানা যায়, ওই মদ পাম্প করে বের করে এনে প্যাকেটে ভরে বিক্রি করা হত। পুরো ব্যাপারটাই ছিল সম্পূর্ণ বেআইনি । সমগ্র ব্যাপারটা পুলিশের সামনে আসতেই নিচে জমা করে রাখা সমস্ত মদ বের করে নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, তাদের কাছে আগে থেকেই নাকি খবর ছিল যে ওই অঞ্চলে লুকিয়ে রাখা হয়েছে মদ। তারই তল্লাশি করতে ওই অঞ্চলে পৌঁছেছিল পুলিশ। তদন্ত করতে করতে হঠাৎই সন্দেহজনকভাবে ওনারা লক্ষ্য করেন টিউবওয়েলটিকে এবং তারপরেই টিউবওয়েল পাম্প করতেই বেরিয়ে আসে মদ ।
https://twitter.com/syedimranhashmi/status/1579775170897907717?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1579775170897907717%7Ctwgr%5E7761481761f5f9a7c8fba5e5af8302924e5c3b03%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Falcohol-comes-out-of-a-hand-pump-in-madhya-pradesh%2F
এই চক্রের সঙ্গে জড়িত আটজনকে পুলিশ ইতিমধ্যেই চিহ্নিত করেছে। কিন্তু কোনও অভিযুক্তই এখনও পর্যন্ত ধরা পড়েনি। এদিকে, বেআইনি মদের কারবার রুখতে মধ্যপ্রদেশের সরকার বদ্ধপরিকর। লাগাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে চোরাই মদ উদ্ধার করছে পুলিশ। তবে, ঘটনার আরও তদন্ত করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।