fbpx
টাইমলাইনভারত

কল খুললে পড়ছে মদ, সিনেমায় নয় বাস্তবেই ঘটেছে এই ঘটনা

বাংলাহান্ট ডেস্কঃ কল খুললে পড়ছে মদ। এই খবরে উচ্ছ্বসিত হতে পারেন সুরাপ্রেমীরা। অনেকের মনে থাকতেই পারে ফির হেরা ফেরি তে বাবু ভাইয়ার (পরেশ রাওয়াল ) সেই পরিকল্পনার কথা । তিনি তিনি রোজ রোজ রোজ বোতল কেনার বদলে ট্যাঙ্কি ভরতি মদের কথা বলেন, যাতে কল খুললেই মদ খেতে পারেন।

তবে এক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটেনি, জানা গিয়েছে, এক্সাইজ বিভাগের কর্তারা বছর ছয়েক আগে ৬,০০০ লিটারের বেআইনি মদ বাজেয়াপ্ত করেছিলেন। কিছুদিন আগে তারা এই বাজেয়াপ্ত মদ নষ্ট করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন।কিন্তু নষ্ট করতে গিয়ে তারা নিয়েছিলেন এক অন্য পদ্ধতি। যার ফল ভুগছেন ওই ফ্ল্যাটের বাসিন্দারা।

আধিকারিকেরা বিরাট গর্ত খুঁড়ে তার ভিতরে মদ ঢেলে দিয়েছিলেন। ২,০০০ বোতল মদ ঢালা হয়েছিল সেখানে। কিন্তু সেখানে যে একটা কুয়ো আছে সেট তারা জানতেন না। আর সেই কুয়ো থেকেই বাড়িগুলোতে জল সাপ্লাই করা হয়।

ঘটনাটি ঘটেছে ছালাকুদি এলাকার কেএসআরটিসি বাস স্ট্যান্ডের কাছের একটি ফ্ল্যাটে।  বাসিন্দারা জানাচ্ছেন কল খুললে খাবারের জলের পরিবর্তে পড়ছে যা পড়ছে, তাতে অবিকল মদের গন্ধ। যা দেখে রীতিমত হতবাক হয়ে গিয়েছেন সেখানকার বাসিন্দারা।

Back to top button
Close
Close