বাংলাহান্ট ডেস্ক : মদের নেশায় ক্রমেই বুঁদ হয়ে উঠছে দেশের (India) বহু মানুষ। উৎসবের সময়গুলিতে এক ধাক্কায় বেড়ে যায় মদের বিক্রি। আবার অনেকের সময় অসময়েই দরকার পড়ে মদের। তবে রিপোর্ট বলছে, ইদানিং উল্লেখযোগ্য হারে বেড়েছে সুরাপ্রেমীর সংখ্যা। প্রতি মাসে দেশে (India) যে হারে মদের বিক্রি বাড়ছে, হিসাব রীতিমতো চমকে দেওয়ার মতোই। এমনকি কিছু কিছু রাজ্যে কার্যত রেকর্ড গড়ার পথে মদ বিক্রির হার।
দেশে (India) হুড়মুড়িয়ে বাড়ছে মদের বিক্রি
সম্প্রতি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে থেকে উঠে এসেছে, প্রতি মাসে দেশে (India) ১০ শতাংশ করে বাড়ছে মদ্যপানের হার। বিগত ১০ বছরে এই হার বেড়েছে ১৫০ শতাংশ, যা চমকে দেওয়ার মতোই তথ্য। সমীক্ষা বলছে, সারা বছরে মানুষ যেভাবে মদ্যপান করে চলেছে তাতে অদূর ভবিষ্যতে মদ বিক্রিতে বেশ কয়েকটি রাজ্য নতুন রেকর্ড পর্যন্ত গড়তে পারে।
এই রাজ্যে বেড়েছে বিক্রি: মূলত মদের দোকানে বয়স সীমা না থাকায় দেদারে বিক্রি হচ্ছে মদ। তবে সীমান্ত লাগোয়া কিছু রাজ্যে মদ বিক্রির হারে রীতিমতো চিন্তিত বাসিন্দারা। জানা গিয়েছে, কাশ্মীরে সম্প্রতি মদ বিক্রির হার বেড়েছে লক্ষণীয় ভাবে। এই রাজ্যের পুরুষ মহিলা মিলিয়ে প্রায় ১০ শতাংশেরও বেশি মানুষ মদ্যপানে আসক্ত হয়ে পড়েছেন। আর এর জেরেই রাজ্যের বেশ কয়েকটি সংগঠন আপত্তি প্রকাশ করে মদ ব্যান করার দাবি জানিয়েছেন। আরো বেশ কয়েকটি রাজ্যেই মদ বিক্রিতে নিষেধাজ্ঞা লাগানোর দাবি উঠতে শুরু করেছে।
আরো পড়ুন : ভারতে জঙ্গি ঢোকার পথ প্রশস্ত করছে বাংলাদেশ? ইউনূসের নতুন সিদ্ধান্তে ঘুম উড়ল দিল্লির
কী বলছে সরকার: তবে কেন্দ্রীয় সরকার (India) এসবে আমল দিতে নারাজ। কেন্দ্রের মতে, কয়েকটি সংগঠনকে সামনে রেখে বিরোধীরা এই ধরণের কাজ করলে তাকে মান্যতা দেওয়া হবে না। সাধারণ মানুষকেই এক্ষেত্রে সতর্ক হতে হবে। যার পছন্দ নয়, তিনি মদ্যপান করবেন না। কিন্তু অন্যদের উপরে নিজেদের দাবি চাপানো যাবে না।
আরো পড়ুন : একী কাণ্ড! ভারতের নির্বাচনে কোটি কোটি টাকা খরচ আমেরিকার, তথ্য সামনে আসতেই দেশজুড়ে শুরু হইচই
আসলে মদের বিক্রি থেকে রাজস্বের একটা বড় অংশ উঠে আসে। তাই মদ ব্যান করলে দেশের রাজস্বে যে একটা বড় ঘাটতি তৈরি হবে তা বলার অপেক্ষা রাখে না। তাই বিষয়টি আমল দিতে নারাজ সরকার।