বাংলাহান্ট ডেস্ক: বলিউডে খুব কম সময়ের মধ্যে যারা সফলতার মুখ দেখেছেন তাদের মধ্যে অন্যতম রিচা চাড্ডা (richa chadha)। ‘ওয়ে লাকি লাকি ওয়ে’ ছবির হাত ধরে বলিউডে প্রবেশ করেন তিনি। তবে এই ছবিতে একদমই ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের সুযোগ মিলেছিল তাঁর। তারপর একে একে গ্যাংস অফ ওয়াসেপুর, ফুকরে, মাসান ছবিতে অভিনয় করেন তিনি।
ফুকরে ছবিতে তাঁর অভিনয় বেশ জনপ্রিয়তা এনে দিয়েছিল তাঁকে। এরপর মাসান ছবি রিচাকে জনপ্রিয়তার তুঙ্গে তোলে। তারপর একের পর এক ছবি উপহার দিয়ে গিয়েছেন তিনি সিনেমাপ্রেমীদের। তবে মূলত পার্শ্বচরিত্রেই বেশি দেখা গিয়েছে রিচা চাড্ডাকে।
ফুকরে ছবিতে তাঁর সহ অভিনেতা আলি ফজলের (ali fazal) সঙ্গেই এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন রিচা। নিজেদের সম্পর্কটা কোনোদিনই লুকিয়ে রাখেননি রিচা বা আলি কেউই। দুজনের মাখো মাখো প্রেম দেখে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা। কিন্তু সম্প্রতি অন্য পুরুষের প্রতি নিজের ভালবাসা জাহির করতে দেখা গিয়েছে রিচাকে। যার জন্য বেশ ক্ষেপেছেন প্রেমিক আলি ফজল।
বিষয়টা একটু খুলেই বলা যাক। সম্প্রতি শাহরুখ খান টুইটারে একটি প্রশ্নোত্তর পর্ব শুরু করেছিলেন। সেখানেই একটি টুইট করতে দেখা যায় রিচাকে। কিং খানের প্রতি নিজের ভালবাসা ব্যক্ত করে তিনি লেখেন, ‘আপনাকে ও আপনার স্ত্রীর হোলিতে নাচের ভিডিওটি দেখলাম। মনে হল আমরা খুব ভাল বন্ধু হতে পারি। আমরা কলেজে একসঙ্গে পড়লে ভাল হতো। কোনো প্রশ্ন নয়, শুধু ভালবাসা ব্যক্ত করলাম।’
প্রেমিকার এই টুইট নজর এড়ায়নি আলি ফজলের। রিচার টুইটের নীচে তিনি কমেন্ট করেছেন, ‘ব্যস, অনেক হয়েছে। একটু বাড়িতে আসুন, আজ খাবার আমি বানিয়েছি (তোমার প্রিয়)’। আলির এই কমেন্টের নানা রকম প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা।
https://twitter.com/alifazal9/status/1377240073649852416?s=19
একজন লিখেছেন, হিংসুটে মানুষরা সম্পর্কটা নষ্ট করে দেয়। আবার আরেকজন লিখেছেন, এবারে তো হল না। পরে আবার চেষ্টা করবেন রিচা। তবে আলি ফজলের এই মন্তব্যের পর কোনো উত্তর দেননি শাহরুখ।