দশ মিনিটের জন‍্য মুখ দেখাবেন, তাতেই ‘আর আর আর’এ কোটি টাকার উপর পারিশ্রমিক নিয়েছেন অজয়-আলিয়া

বাংলাহান্ট ডেস্ক: করোনার কারণে মুক্তি পিছিয়ে গেলেও তেলুগু ছবি ‘আর আর আর’কে (RRR) নিয়ে উন্মাদনা কম নেই দর্শক মহলে। এই উন্মাদনার নেপথ‍্যে মূল দুটি কারণ, ছবির পরিচালক এস এস রাজামৌলি, যিনি ‘বাহুবলী’র ও পরিচালক ছিলেন। দ্বিতীয়ত, এই প্রথম তেলুগু ছবিতে অভিষেক করেছেন আলিয়া ভাট (alia bhatt)। রয়েছেন অজয় দেবগণও (ajay )। তবে তাঁদের স্ক্রিন টাইমের পরিমাণ শুনলে অবাক হবেন আপনিও!

‘আর আর আর’এর নায়িকা আলিয়া। অথচ ছবিতে তাঁকে দেখা যাবে কুড়ি মিনিটেরও কম সময়ে। হ‍্যাঁ, ঠিকই পড়েছেন। ছবিতে আলিয়াকে নায়িকা বলা হলেও তিনি রয়েছেন ক‍্যামিও চরিত্রে। অপরদিকে অজয়ের চরিত্রটিও বেশ অদ্ভূত। তাঁর গেস্ট অ্যাপিয়ারেন্স থাকলেও এক রকম মুখ‍্য চরিত্র হিসাবেই দেখানো হয়েছে অভিনেতাকে।

Release date of Jersey postponed due to closure of theaters
আরো অবাক করা ব‍্যাপার হল, এই কম সময়ের দুটি ছোট্ট ছোট্ট চরিত্রের জন‍্য কিন্তু পুরো পারিশ্রমিকই নিয়েছেন আলিয়া ও অজয়। কুড়ি মিনিটেরও কম সময়ের একটি চরিত্রে অভিনয়ের জন‍্য ৯ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন আলিয়া। উল্লেখ‍্য, বলিউডেও ছবির জন‍্য এই পরিমাণ টাকাই পারিশ্রমিক নেন তিনি।

অন‍্যদিকে গেস্ট অ্যাপিয়ারেন্সের জন‍্য অজয় দেবগণ নিয়েছেন মোট ৩৫ কোটি টাকা। ৭ দিনের শুটিংয়ের জন‍্য এই পারিশ্রমিক নিয়েছেন তিনি। কিন্তু এত ছোট দুটি চরিত্রের জন‍্য এই পরিমাণ পারিশ্রমিক কেন দেওয়া হচ্ছে দুই বলিউড তারকাকে? সূত্রের দাবি, দক্ষিণ ভারতে ছবি আপন দমে চললেও উত্তর ভারতে ব‍্যবসা করার জন‍্য আলিয়া অজয়ের মতোই নাম দরকার।

সেখানে রাজামৌলির জনপ্রিয়তা রয়েছে বাহুবলী পরিচালক হিসাবে। কিন্তু বাকি অভিনেতাদের? নৈব নৈব চ। সে কারণেই এত তোড়জোড়। এমনকি হায়দ্রাবাদ থেকে ছবির অভিনেতাদের অনুরাগীদের ভাড়া করে মুম্বইও আনা হয়েছিল জনপ্রিয়তা বাড়ানোর জন‍্য। যদিও ছবিটি কবে মুক্তি পাবে তার কোনো নিশ্চয়তা এখন নেই।


Niranjana Nag

সম্পর্কিত খবর