বাংলাহান্ট ডেস্ক: অত্যন্ত খারাপ খবর দিয়ে দিন শুরু হল বলিউড ইন্ডাস্ট্রির। প্রয়াত অভিনেতা শিব কুমার সুব্রমণ্যম (Shiv Kumar Subramaniam)। বলিউডে বহু উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি। অর্জুন কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে ‘টু স্টেটস’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন ইন্ডাস্ট্রিতে।
মাত্র দু মাস আগেই নিজের একমাত্র সন্তান জাহানকে হারান শিব। ১৬ বছরের জন্মদিনের ঠিক আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। মস্তিষ্কের টিউমরে মৃত্যু হয়েছিল জাহানের। ছেলে চলে যাওয়ার দু মাস কাটতে না কাটতেই বিদায় নিলেন বাবাও। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
অভিনেতার পাশাপাশি জনপ্রিয় চিত্রনাট্যকারও ছিলেন শিব কুমার সুব্রমণ্যম। ১৯৮৯ সালে ‘পরিন্দা’ ছবির চিত্রনাট্যকার হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। সেই ছবিতে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ, অনুপম খের, অনিল কাপুর, নানা পাটেকর, মাধুরী দীক্ষিতরা। ছবির পরিচালনা করেছিলেন বিধু বিনোদ চোপড়া।
‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ ছবিটির আসল কাহিনি এবং চিত্রনাট্যও লিখেছিলেন শিব। মাত্র ছয় মাসে ১২ টি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ছবিটি। কালার্স টিভিতে ‘মুক্তি বন্ধন’ সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। বলিউডে একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। রকি হ্যান্ডসাম, উঙ্গলি, কামিনে, ১৯৪২: এ লভ স্টোরির মতো ছবিতে কাজ করেছিলেন তিনি।
তবে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘টু স্টেটস’ ছবিতে অভিনয় করে। চেতন ভগতের লেখা একই নামের বইয়ের উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল ছবিটি। মুখ্য চরিত্রে ছিলেন আলিয়া ভাট ও অর্জুন কাপুর। তামিল ব্রাহ্মণ অনন্যা ওরফে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন শিব কুমার সুব্রমণ্যম।
অভিনেতার একটি সাদা কালো ছবি শেয়ার করে শোক জ্ঞাপন করেছেন অর্জুন। তাঁর আত্মার শান্তি কামনা করে তিনি লিখেছেন, শিব স্যারকে মিস করবেন। সোমবারই শেষকৃত্য হওয়ার কথা প্রয়াত শিব কুমার সুব্রমণ্যমের।