আর মাত্র কিছুদিনের অপেক্ষা, কবে আসছে আলিয়ার প্রথম সন্তান? ফাঁস হয়ে গেল ডেলিভারি ডেট

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মা হতে চলেছেন আলিয়া ভাট। নতুন সদস‍্যকে স্বাগত জানানোর তৈরি হচ্ছে বলিউড। রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) প্রথম সন্তান আসছে বলে কথা। হেভিওয়েট জুটির সন্তানও জন্মের আগে থেকেই চর্চায় রয়েছে। বিয়ের মাত্র মাস কয়েক পরেই সন্তান আগমনের কথা ঘোষনা করেন আলিয়া। সে সময়ে অনেকেই বলেছিলেন, রণবীরের বাবা প্রয়াত ঋষি কাপুরই নাকি সন্তান হয়ে ফিরে আসছেন ছেলের কাছে।

কিছুদিন আগেই দশেরায় সাধের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল আলিয়ার জন‍্য। দুই পরিবারের সদস‍্য ছাড়াও ইন্ডাস্ট্রির একাধিক তারকাও এসেছিলেন অনুষ্ঠানে। এবার গুঞ্জন শুরু হয়েছে আলিয়ার সম্ভাব‍্য ডেলিভারির তারিখ নিয়ে। কবে আসবে অভিনেত্রীর প্রথম সন্তান, কোথায়ই বা সন্তানের জন্ম দেবেন তিনি?


প্রশ্ন যেমন উঠেছে তেমনি কিছু খবরও ভেসে বেড়াচ্ছে বলিউডের অন্দরে। সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, আর মাস খানেক পর ২০ নভেম্বর নাকি পড়েছে আলিয়ার ডেলিভারি ডেট। এইচ এন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম হবে বলেও শোনা যাচ্ছে। আপাতত বাড়িতে সদ‍্যোজাতর জন‍্য ঘর সাজানোর তোড়জোড় চলছে। যদিও বিষয়টা নিয়ে এখনো মুখ খোলেননি ‘রালিয়া’ জুটি।

প্রসঙ্গত, বিয়ের মাত্র দু মাসের মধ‍্যেই সন্তান আগমনের কথা ঘোষনা করে সবাইকেই চমকে দিয়েছিলেন আলিয়া। তারপরেই উড়ে এসেছিল ঝাঁকে ঝাঁকে প্রশ্ন। বিয়ে হতে না হতেই সন্তানসম্ভবা! আগে থেকেই কি সুখবরটা লুকিয়ে রেখেছিলেন দম্পতি? সেই জন‍্যই এত তড়িঘড়ি নিজেদের ফ্ল‍্যাটের ব‍্যালকনিতে বিয়ে সারেন রণবীর আলিয়া? সম্প্রতি এ বিষয়ে মুখ খোলেন আলিয়ার দিদি শাহিন ভাট।

এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন,  আলিয়ার হয়ে কোনো কিছু তিনি বলতে পারবেন না। কারণ সেটা সম্পূর্ণ ওঁর সফর। শাহিনের মতে, কেউ কোনোদিন কাউকে সম্পূর্ণ ভাবে খুশি করতে পারে না। একটা দুটো নেতিবাচক মন্তব‍্য থাকবেই। তবে যেহেতু তাঁরা সর্বক্ষণ আতশকাঁচের তলায় রয়েছেন, তাই কোনটায় মনোযোগ দেওয়া উচিত আর কোনটায় নয় সেটা তাঁরা খুব ভালভাবেই জানেন।

X