মেয়েকে কোলে নিয়ে স্তন‍্যপান করাচ্ছেন আলিয়া! জানুন ভাইরাল ছবির সত‍্যতা

বাংলাহান্ট ডেস্ক: এ বছরটা রণবীর কাপুর এবং আলিয়া ভাটের (Alia Bhatt) জন‍্য খুবই গুরুত্বপূর্ণ। এ বছরের শুরুতেই সাত পাকে বাঁধা পড়েছেন দুজনে। তার কয়েক মাসের মধ‍্যেই বাবা মা হওয়ার সুখবরও দিয়ে দিয়েছেন তাঁরা। এক ফুটফুটে কন‍্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। মেয়ের নাম তাঁরা রেখেছেন, রাহা কাপুর।

গত নভেম্বর মা হয়েছেন আলিয়া। এখনো পর্যন্ত মেয়ের কোনো ছবিই প্রকাশ‍্যে আনেননি অভিনেত্রী। হালকা আভাস দিলেও মেয়ের মুখ এখনো দেখাননি আলিয়া। তবে এর মধ‍্যে একটি ছবি ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, এক বাচ্চাকে স্তন‍্যপান করাচ্ছেন অভিনেত্রী।

Alia bhatt
সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে এক শিশুকে স্তন‍্যপান করাচ্ছেন আলিয়া। তবে জানিয়ে রাখি, এমন কোনো ছবিই তিনি শেয়ার করেননি। উপরন্তু ছবির মহিলাটি আদৌ আলিয়াই নন। এডিট করে অভিনেত্রীর মুখ বসানো হয়েছে ছবিতে। আর সেই এডিটেড ছবিই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

এর আগে শোনা গিয়েছিল, কাপুর পরিবারের ক্রিসমাস লাঞ্চ উপলক্ষে প্রথম বার প্রকাশ‍্যে আসতে চলেছে ছোট্ট রাহা কাপুর। প্রত‍্যেক বছরই এই সময়টায় গোটা কাপুর পরিবার একটা গেট টুগেদার পরিকল্পনা করে। রণবীরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন আলিয়াও সবসময় এইসব পার্টিতে যোগ দিতেন। বিয়ের পর এটাই হতে চলেছে আলিয়া এবং ছোট্ট রাহার প্রথম গেট টুগেদার।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দেন আলিয়া। অভিনেত্রীর কোল আলো করে আসে ফুটফুটে কন‍্যা সন্তান। মুম্বইয়ের এক নামী বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতালে একদিন থাকার পরেই মেয়েকে কোলে নিয়ে বাড়ি ফেরেন রণবীর আলিয়া।

 

মেয়েকে কোলে নিয়ে শেয়ার করা প্রথম ছবিতে আলিয়া এবং রণবীরের কোলে আবছা ভাবে দেখা গিয়েছিল পুঁচকে কে। যেটা নজর কেড়েছে সেটা হল, দেওয়ালে টাঙানো বার্সেলোনার একটি জার্সি, যেখানে নাম লেখা ‘রাহা’। আলিয়া জানিয়েছিলেন, এই নামটি পছন্দ করেছেন খুদের বিচক্ষণ দিদা।

Niranjana Nag

সম্পর্কিত খবর