বাংলাহান্ট ডেস্ক: বছরের শুরুতেই সিনেপ্রেমীদের জন্য একগুচ্ছ নতুন ছবি নিয়ে হাজির হিন্দি, তামিল, তেলুগু ও মরাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি। হিন্দিতে আলিয়া ভাটের (Alia Bhatt) ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’ (Gangubai Kathiawadi), তামিলে সুপারস্টার অজিত কুমার (Ajith Kumar) এর ‘ভালিমাই’ (Valimai), তেলুগু ইন্ডাস্ট্রিতে পবন কল্যাণের ‘ভীমলা নায়ক’ এবং মরাঠিতে চিন্ময় মান্ডলেকরের ‘পবনখিন্ড’, এই চারটি ছবি মুক্তি পেয়েছে গত সপ্তাহে।
মুক্তির পরপরই গতি ধরে নিয়েছে প্রতিটি ছবিই। কিন্তু আলিয়ার গাঙ্গুবাঈ প্রথমে আশা জাগালেও তামিল ও তেলুগু ছবির কাছে এখনো পর্যন্ত এঁটে উঠতে পারেনি। ‘পুষ্পা’র উন্মাদনা কিছুটা কমলেও দক্ষিণী ইন্ডাস্ট্রির জয়জয়কার এখনো স্তিমিত হয়নি। বরং বলিউডকে ছাপিয়ে এগিয়ে যাচ্ছে তামিল, তেলুগু ইন্ডাস্ট্রি।
খবর বলছে, থালা অজিতের ‘ভালিমাই’ প্রথম সপ্তাহেই অবিশ্বাস্য ব্যবসা করেছে। মুক্তির দিনে প্রায় ৬০ কোটি, দ্বিতীয় দিনে ৩৬ কোটি, তৃতীয় ও চতুর্থ দিনে যথাক্রমে ২৮ ও ৩৬ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। মুক্তির প্রথম দিনে শুধু তামিলনাড়ুতেই ৩৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। গোটা বিশ্বে চার দিনে ১৫৯.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘ভালিমাই’।
‘পাওয়ার স্টার’ নামে পরিচিত তেলুগু তারকা পবন কল্যাণ। বক্স অফিস সংগ্রহের দিক দিয়ে তিনিও কিছু কম যান না অজিতের থেকে। মুক্তির পর মাত্র ৩ দিনে গোটা বিশ্বে ১২৮ কোটি টাকার ব্যবসা করেছে তাঁর ছবি ‘ভীমলা নায়ক’। মুক্তির দিনই ৬১ কোটি টাকা ঘরে তুলেছেন পবন কল্যাণ।
অন্যদিকে গাঙ্গুবাঈ বহুদিন বাদে বলিউডের লাভের খাতা খুলতে পেরেছেন। যদিও দক্ষিণের তুলনায় আলিয়ার ব্যবসা এখনো বেশ কমের দিকে। মুক্তির দিন ১০.৫০ কোটি টাকা তুলতে পেরেছিল ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’। চারদিনে প্রায় ৩৯.১২ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। তবে সংখ্যাটা আরো বাড়বে বলেই আশা দর্শক ও ফিল্ম সমালোচকদের।