গালের টোল থেকে মুখের হাসি সব এক! পরিচয় করে নিন আলিয়া ভাটের ‘যমজ’এর সঙ্গে

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগে ক‍্যাটরিনা কাইফের যমজকে নিয়ে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। তারপর এল ছোট্ট তৈমুরের ‘হামশকল’। সেই রেশ কাটতে না কাটতেই এবার পালা আলিয়া ভাটের (alia bhatt)। আজ্ঞে হ‍্যাঁ, মহেশ-কন‍্যারও রয়েছে এক যমজ রয়েছে এ দেশেই। আপাতত তাঁকে নিয়েই নাচানাচি চলছে সোশ‍্যাল মিডিয়ায়। এই সুযোগে আপনিও আলাপ করে নিন ‘দ্বিতীয়’ আলিয়ার সঙ্গে।

নাম তাঁর সেলেস্টি বৈরাগী। অসমের এই কন‍্যের রূপের জাদুতে আপনি এমনিও মুগ্ধ হবেন। উপরি পাওনা আলিয়ার সঙ্গে তাঁর মুখের অদ্ভূত সাদৃশ‍্য। বিশেষ করে গালের টোল আর ঠোঁটের হাসি হুবহু ‘রাজি’ অভিনেত্রীর মতোই। চোখে সানগ্লাস এঁটে থাকলে কারোর সাধ‍্য কী আসল নকল খুঁজে বার করার!


ইতালীয় নাম সেলেস্টির অর্থ ‘স্বর্গীয়’। পেশায় তিনি সোশ‍্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। নেটিজেনরা বলছেন, তিনি নাকি ‘আলিয়া লাইট’। ইতিমধ‍্যেই ইনস্টাগ্রামে সেলেস্টির অনুগামীর সংখ‍্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। আর আলিয়ার সঙ্গে তাঁর মিলের খবর ছড়াতেই আরো দ্রুত হারে বাড়ছে ফলোয়ার সংখ‍্যা।

https://www.instagram.com/p/CVHnt36BIJQ/?utm_medium=copy_link

এর আগে ক‍্যাটরিনার সঙ্গে মিল পাওয়া গিয়েছিল আলিনা রাইয়ের। জনপ্রিয়তার দিক থেকে আলিনাও কম যান না ক‍্যাট সুন্দরীর থেকে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ‍্যা ২ লক্ষেরও বেশি। ছবি, রিল ভিডিওতে ভরা তাঁর সোশ‍্যাল মিডিয়ার দেওয়াল। পেশায় আলিনা মডেল। তবে তাঁর ইনস্টা বায়ো বলছে তিনি অভিনেত্রীও বটে। গত বছরেই র‍্যাপার বাদশার সঙ্গে একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল আলিনাকে।

https://www.instagram.com/reel/CVSfNoYBdcX/?utm_medium=copy_link

কিছুদিন আলিনাকে নিয়ে মেতে থাকার পর এল তৈমুরের হামশকল। জানা গিয়েছিল, তৈমুরের এই যমজের নাম জারয়ান থাপার। ছবি দেখে মনে হয় দুজনেরই বয়স একই। দুজনের চুলের স্টাইলও এক রকম যার জন‍্য জারয়ানকে অনেকটাই তৈমুরের মতো লাগছে। দুজনের ছবি পাশাপাশি রেখে কোলাজ করে শেয়ার করা হচ্ছে নেটদুনিয়ায়।

সম্পর্কিত খবর

X