তরুণ পুরুষ ছেড়ে বুড়োদের দিকে নজর! বিয়ের আগেই প্রিয় সেক্স পোজিশন জানিয়েছিলেন আলিয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বেজে গিয়েছে বিয়ের সানাই। আর এক সপ্তাহও বাকি নেই রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ের। টিনসেল টাউনের সর্বকালীন হেভিওয়েট বিয়ের মধ‍্যে এটি একটি হতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। তার মধ‍্যেই ভাইরাল হচ্ছে রণবীর ও আলিয়ার পুরনো দিনের বেশ কিছু সাক্ষাৎকারের ভিডিও। সেখানে একটি সাক্ষাৎকারে প্রিয় সেক্স পোজিশন নিয়ে খোলামেলা আলোচনা করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

লাগামহীন কথা বলার জন‍্য বেশ দুর্নামই আছে আলিয়ার। বহুবার ট্রোলডও হয়েছেন তিনি। কিন্তু নিন্দা তাঁকে বদলাতে পারেনি। একবার নিজের যৌন জীবন নিয়ে মুখ খুলে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। খুল্লমখুল্লা কথা বলেছিলেন নিজের গোপন ফ‍্যান্টাসি নিয়ে। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, যৌন জীবনে প্রিয় ‘পোজিশন’ কি?


উত্তরে অভিনেত্রী জানিয়েছিলেন তাঁর প্রিয় পোজিশন ‘ক্লাসিক মিশনারি’। এর নেপথ‍্যের কারনও জানিয়েছিলেন আলিয়া। তাঁর কথায়, সন্ন‍্যাসীরা যেমন সহজ সরল জীবনযাপন করেন যৌন জীবনটাও তাঁর কাছে তেমনই। এখানেই থামেননি আলিয়া। প্রশ্ন এসেছিল বেডরুমে কেমন পুরুষ বেশি পছন্দ তাঁর, বয়স্ক নাকি তরুণ?

উত্তরে আলিয়া সাফ জবাব দিয়েছিলেন, ‘আমার বয়স্ক পুরুষ বেশি পছন্দ। যদি পাশাপাশি ১৮ বছর ও ৫০ বছর বয়সী পুরুষের মধ‍্যে একজন নির্বাচন করতে বলা হয় আমি ৫০ বছর বয়সীকেই পছন্দ করব। টিন এজারদের সঙ্গে আমার তেমন জমে না।’


উল্লেখ‍্য, রণবীর কাপুর আলিয়ার থেকে ১০ বছরের বড়। অভিনেতার বয়স এখন ৩৯ বছর। অর্থাৎ নিজের পছন্দ মতোই প্রেমিক বেছে নিয়েছেন আলিয়া। প্রসঙ্গত, প্রথমে শোনা গিয়েছিল আগামী ১৪ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসবেন আলিয়া রণবীর। অভিনেত্রীর কাকা ও সৎ দাদা এমনটাই জানিয়েছিলেন সংবাদ মাধ‍্যমকে।

কিন্তু সম্প্রতি আলিয়ার দাদা রাহুল ভাট জানান, বিয়ছর তারিখ পিছিয়ে গিয়েছে। প্রায় এক সপ্তাহ নাকি পিছিয়ে গিয়েছে অনুষ্ঠান। ১৩ তারিখ মেহেন্দির অনুষ্ঠানও হচ্ছে না। রাহুল জানান, সংবাদ মাধ‍্যমে বিয়ের খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি তারিখ বদলানো হয়েছে। তবে বিয়েটা শেষমেষ কবে হচ্ছে তা জানাননি রাহুল।

সম্পর্কিত খবর

X