বিয়ের পরেই নড়ল টনক, আলাদা সংসার পেতেও কাপুরদের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না আলিয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের নবতম দম্পতি আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুর (Ranbir Kapoor)। পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করার প‍র গত ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। বিয়ের পর থেকেই কাজে ব‍্যস্ত হয়ে পড়েছিলেন তাঁরা। হানিমুনে যাওয়াটাও হয়ে ওঠেনি। সম্প্রতি কফি উইথ করন এর সপ্তম সিজনে এসেছিলেন আলিয়া। সঙ্গে ছিলেন তাঁর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র নায়ক রণবীর সিং।

কফি উইথ করনের শোতে এসে বিয়ে পরবর্তী জীবন নিয়ে মুখ খোলেন আলিয়া। বিয়ের পর কাপুর পরিবারে গিয়ে তাঁর মানিয়ে নিতে সমস‍্যা হচ্ছে বলে জানান অভিনেত্রী। ভাট পরিবার ছোট পরিবার। আদর্শ নিউক্লিয়ার ফ‍্যামিলি যাকে বলে। আলিয়া বলেন, তিনি বড় হয়েছেন শুধু মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট আর বাবা মহেশ ভাটের মধ‍্যে।


পরিবারের সদস‍্যদের মধ‍্যে খুব ভাল সম্পর্ক, কিন্তু ছোট পরিবার হওয়ায় কথাবার্তাও খুব সীমিত ছিল। কাপুর পরিবারে যেমন প্রায়ই গেট টুগেদার হয়, একসঙ্গে খাওয়া দাওয়া, অনুষ্ঠান লেগেই থাকে। রণবীরের প্রেমিকা হওয়ায় আলিয়াও প্রতি অনুষ্ঠানে হাজির থাকতেন কাপুর সদস‍্যদের সঙ্গে।

আলিয়া বলেন, তাঁদের পরিবারে সবাই নিজের নিজের কাজ নিজেরা করতেন। কিন্তু কাপুর পরিবারে সম্পূর্ণ অন‍্য চিত্র। এখানে সবকিছু একসঙ্গে হয়। সে একসঙ্গে পুজো করা থেকে শুরু করে একসঙ্গে খাওয়া পর্যন্ত। অভিনেত্রী জানান, বিয়ের আগে থেকেই কাপুর পরিবারের এই আদব কায়দার সঙ্গে তিনি পরিচিত হয়ে গিয়েছেন। নতুন বৈচিত্র এসেছে তাঁর জীবনে।


তবুও এতদিনের অভ‍্যাস পালটে ফেলতে একটু সময় তো লাগবেই। বিয়ের পর রণবীরের বাস্তুর ফ্ল‍্যাটে আলাদা করে নিজের সংসার সাজিয়েছেন আলিয়া। কিন্তু কোনো উৎসব অনুষ্ঠান উপলক্ষে কাপুরদের পারিবারিক বাড়িতেই সবাই মিলে জড়ো হয়। ধীরে ধীরে নতুন পরিবেশের সঙ্গে ঠিকই মানিয়ে নিতে পারবেন, বিশ্বাস আলিয়ার।

X