বাংলাহান্ট ডেস্ক: বক্স অফিসের খরা কাটিয়ে বলিউডের হাল ফিরিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। পরপর কয়েকটি বিগ বাজেট ছবির পতনের পর ৪০০ কোটি টাকার ব্রহ্মাস্ত্রও বয়কটের মুখে পড়েছিল। ছবিটি ফ্লপ করার জন্য চেষ্টার কসুর করেননি বয়কটপন্থীরা। কিন্তু ব্রহ্মাস্ত্রকে আটকানো যায়নি।
ভারতের বক্স অফিসে সব ভাষায় মোট ১৭০ কোটি টাকার ব্যবসা করেছে রণবীর কাপুর ও আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত ব্রহ্মাস্ত্র। আর বিশ্বের বক্স অফিসে ৩০০ কোটি ছুঁয়ে ফেলেছে এই ছবি। কিন্তু তবুও নেতিবাচকতা কমছে না ব্রহ্মাস্ত্র ঘিরে। আলিয়ার একই রকম ঘ্যানঘ্যানে সংলাপ নিয়ে সম্প্রতি ট্রোল শুরু হয়েছে নেটমাধ্যমে। এ বিষয়ে মুখ খুলেছেন আলিয়া।
আহমেদাবাদে ছবির মুক্তি পরবর্তী প্রচারে গিয়েছিলেন আলিয়া, রণবীর এবং পরিচালক অয়ন মুখার্জি। সেখানেই ছবির বিরুদ্ধে নেতিবাচকতা সম্পর্কে প্রশ্নের মুখে পড়েন তিনজন। আলিয়া স্পষ্টই উত্তর দেন, জীবন একটাই, আর অপশন দুটো। হয় ইতিবাচক দিকটা নিয়ে ভাবো নয়তো নেতিবাচকতা নিয়ে চিন্তা করো।
আলিয়া বলেন, “সংবাদ মাধ্যম যখনি কোনো নেতিবাচক প্রশ্ন করে, আমরা চেষ্টা করি সেটা এড়িয়ে না যাওয়ার। সমালোচনা, প্রতিক্রিয়া দর্শকদের অধিকার। আমরা আশা করি, নেতিবাচকের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া যাতে বেশি পাই। ছবি মুক্তি পাওয়ার পর তো মনে হচ্ছে ইতিবাচকই সাড়া পাচ্ছি। নয়তো বক্স অফিসে যে আগুন লেগেছে তা হত না”।
she is pregnant right now but her mindset is commendable. this is the same girl who faced insane trolling during her initial days but see now, the way she answers the media these days is not an easy task. only warmth and positivity. keep shining <3pic.twitter.com/Z3ble4IDZh
— simp (@jhonkahawaka) September 15, 2022
এর আগে দর্শকদের অসম্মান করার অভিযোগ উঠেছিল আলিয়ার বিরুদ্ধে। বলিউডের জনপ্রিয় তারকা সন্তানদের মধ্যে একজন তিনি। কিন্তু স্টার কিড হওয়ায় যে সুযোগ সুবিধা তিনি ভোগ করেন তার জন্য বহুবার নেটিজেনদের আক্রমণের শিকার হন। এ বিষয়ে ছবি মুক্তির আগে এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আলিয়া বলেছিলেন, “মানুষের অনেক কিছু বলার আছে। আশা করি, আমি নিজের সিনেমা দিয়ে প্রমাণ করে দিতে পারব যে এই জায়গাটার আমি যোগ্য।” তাঁর এই মন্তব্য নিয়ে ব্যাপক শোরগোলও পড়েছিল।