বাংলাহান্ট ডেস্ক: জেএনইউ পড়ুয়াদের ওপর ভয়াবহ অত্যাচারের প্রতিবাদে উত্তাল হয়েছে গোটা দেশ। দেশবাসীর পাশে এসে দাঁড়িয়েছে বলিউডও। স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ, তাপসী পন্নু, আয়ুষ্মান খুরানা সহ বহু তারকা গর্জে উঠেছেন এই পাশবিক অত্যাচারের বিরুদ্ধে। দীপিকা পাডুকোন নিজে গিয়ে হাজির হয়েছেন জেএনইউ ক্যাম্পাসে। এবার সেই তালিকায় নাম লেখালেন আলিয়া ভাটও। তবে দীপিকার মতো সশরীরে বিশ্ববিদ্যালয়ে হাজির হননি তিনি। সোশ্যাল মিডিয়াতেই নিজের প্রতিবাদ জানিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে অভিনেত্রী লেখেন, ‘যখন পড়ুয়া, শিক্ষক ও শান্তিপূর্ণ সাধারন মানুষ প্রতিনিয়ত হিংসার শিকার হচ্ছেন, তখন এটা ভাবা বন্ধ হওয়া উচিত যে সবকিছু ঠিক রয়েছে। আমাদের সত্যিটা জানা উচিত, আমাদের নিজেদের ঘরেই তো আগুন লেগেছে। আমরা, দেশবাসীরা, যতই একে অপরের থেকে মতাদর্শে ভিন্ন হই না কেন আমাদের একত্রে একটা সমাধান খোঁজা উচিত।’ তিনি আরও লেখেন, ‘যে মতাদর্শ বিভেদ সৃষ্টি করে, হিংসা ছড়ায় তার বিরুদ্ধে আমাদের সকলের রুখে দাঁড়ানো উচিত’।
মঙ্গলবার দীপিকা পাডুকোন সশরীরে হাজির হন জেএনইউ ক্যাম্পাসে। কথা বলেন আক্রান্ত ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ ও অন্যান্য পড়ুয়াদের সঙ্গে। এদিন উপস্থিত ছিলেন জেএনইউয়ের প্রাক্তনী কানহাইয়া কুমারও।
বলিউডের বহু তারকা বিক্ষোভ সমাবেশও করেন গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। সোশ্যাল মিডিয়াতেও নিন্দায় সরব হয়েছেন টুইঙ্কল খান্না, তাপসী পন্নু, স্বরা ভাস্কর সহ অনেক তারকাই।