নীতুর জন্মদিনে আবেগঘন পোস্ট আলিয়ার! সম্পর্কের রসায়ন কী বাড়ছে

 

বাংলা হান্ট ডেস্ক: এখনও দেশে ফেরেননি নীতুও ঋষি কাপুর। ৮ জুলাই তাই পরিবারের থেকে দূরে সুদূর নিউ ইয়র্কেই জন্মদিন কাটাতে হচ্ছে নীতু কাপুরকে। সেই জন্মদিনকে আরো এক ধাপ স্পেশাল করে দিলেন আলিয়া ভাট। হবু শাশুড়ির সঙ্গে একটি ছবি পোস্ট করে আলিয়া লিখলেন, ‘সবচেয়ে সুন্দর মনের মানুষটিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। প্রার্থনা করি দিনটা হাসি, ভালোবাসা আর আনন্দে কাটুক। সঙ্গে অবশ্যই কেক চাই। তোমার জন্যে সবচেয়ে বড় হাগস পাঠালাম।’

 

প্রসঙ্গত ঋষি কাপুর আগেই জানিয়েছিলেন ছেলে রণবীর এবং আলিয়ার সম্পর্ক তারা মেনে নিয়েছেন আনন্দে।

IMG 20190708 WA0026

মাঝেমধ্যেই রণবীরের সঙ্গে নিউ ইয়র্ক উড়ে যান আলিয়া। সময় কাটান কাপুর পরিবারের সঙ্গে। সম্পর্কের রসায়ন বেশ উর্ধ্বমুখী বোধ করা যায়।

সম্পর্কিত খবর