এই দুই নায়িকাই অনুপ্রেরণা, মাত্র ৩১-এই সাফল্যের রহস্য ফাঁস করলেন আলিয়া

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের তরুণ ব্রিগেডের পথপ্রদর্শনকারী বলা চলে আলিয়া ভাটকে (Alia Bhatt)। অত্যন্ত কম বয়সে অভিনয় জগতে পা রাখেন তিনি। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন আলিয়া (Alia Bhatt)। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। দ্রুত সাফল্যের সিঁড়িতে উঠেছেন তিনি। বর্তমানে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী তো বটেই, হলিউডেও পা রেখেছেন আলিয়া (Alia Bhatt)। তাঁর অনুপ্রেরণা কে?

কারা অনুপ্রেরণা আলিয়ার (Alia Bhatt)

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া (Alia Bhatt) জানিয়েছেন, বলিউড ইন্ডাস্ট্রির দুই অভিনেত্রীকে নিজের অনুপ্রেরণা বলে মনে করেন তিনি। বিভিন্ন সময়ে তাঁদের অনুসরণ করেছেন আলিয়া (Alia Bhatt)। তাঁরা হলেন রেখা এবং ঐশ্বর্য রাই বচ্চন। দুই প্রজন্মের এই দুই অভিনেত্রীকেই নিজের আদর্শ বলে মানেন আলিয়া (Alia Bhatt)। কী শিক্ষা পেয়েছেন তিনি এই দুই অভিনেত্রীর কাছ থেকে?

আরো পড়ুন : বিয়ে ঠিক হলেও অন্য নায়িকার বেডরুমে নৈশ অভিসার! হাতেনাতে ধরা পড়েন সলমন

কী শিখেছেন ঐশ্বর্যর থেকে

আলিয়ার (Alia Bhatt) কথায়, পর্দায় সুন্দর নাচের দৃশ্য বলতে তাঁর প্রথমে ঐশ্বর্য রাই বচ্চনের কথাই মনে আসে। নাচের দৃশ্যে নিজেকে কীভাবে সুন্দর করে ফুটিয়ে তুলতে হয় তা ঐশ্বর্যর থেকেই শিখেছেন তিনি। তিনি আগেও যেমন অসাধারণ ছিলেন এখনো তেমন আছেন। আলিয়া (Alia Bhatt) বলেন, তাঁকে বেশ কিছু পরামর্শও দিয়েছেন ঐশ্বর্য। মাঝে মাঝেই নাকি ইউটিউবে গিয়ে ঐশ্বর্যর নাচের ভিডিও দেখেন তিনি।

আরো পড়ুন : প্রাপ্য সম্মান টুকুও পাননি, লাইমলাইটের আড়ালেই বিদায় নেন পর্দার দজ্জাল শাশুড়ি মীনাক্ষী গোস্বামী

রেখার প্রশংসা আলিয়ার মুখে

অন্য দিকে রেখার সম্পর্কে আলিয়া (Alia Bhatt) বলেন, ভারতীয় চলচ্চিত্রের কথা উঠলেই তাঁর একজনের কথাই সর্বপ্রথমে মনে পড়ে। আর তিনি হলেন রেখা। আলিয়ার (Alia Bhatt) কথায়, রেখা হলেন প্রত্যেক প্রজন্মের কাছে অনুপ্রেরণা। ঠোঁটে লাল লিপস্টিক থেকে মাথায় ফুল গোঁজার ধরণ, এই স্টাইল আর কেউ করে উঠতে পারে না। তাঁর সৌন্দর্যে ভারতীয় ছবি আলাদা মাত্রা পেয়েছে। ভারতীয় ছবিতে রেখা বড় প্রভাব ফেলেছেন বলেই মনে করেন আলিয়া (Alia Bhatt)।

Alia Bhatt

তবে শুধু এই দুই অভিনেতাই নন। আরো এক সহ অভিনেতাও তাঁকে অনুপ্রেরণা দিয়েছেন বলে জানান আলিয়া। তিনি হলেন তাঁর ‘ডিয়ার জিন্দেগি’ সহ অভিনেতা শাহরুখ খান। কিং খানকে দেখেও আলিয়া অনেক কিছু শিখেছেন বলে মন্তব্য করেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর