বাংলাহান্ট ডেস্ক: কথাবার্তায় আগল রাখতে খুব একটা পছন্দ করেন না আলিয়া ভাট (alia bhatt)। আনন্দ, রাগ, কষ্ট সবটাই প্রকাশ্যেই জাহির করে বসেন তিনি। তাই প্রেমটাও যে তিনি খুল্লমখুল্লা করবেন তা বলার অপেক্ষা রাখে না। রণবীর কাপুরের (ranbir kapoor) সঙ্গে সম্পর্কটা অনেক বছর আগেই প্রকাশ্যে এনেছেন আলিয়া। এবার তিনি জানালেন, বিয়েটাও নাকি সেরে ফেলেছেন দুজনে!
রণবীর আলিয়ার বিয়ে বলিউডি গসিপের অন্যতম হট টপিক। তাঁদের সম্পর্কটা প্রকাশ্যে আসার পর থেকেই সম্ভাব্য বিয়ের দিনক্ষণ নিয়ে জল্পনা শুরু হয়। ২০২০ সালে এক সাক্ষাৎকারে রণবীর স্বীকারও করেছিলেন যে, করোনার জন্যই বিয়ে পিছিয়ে গিয়েছে তাঁদের। এদিকে আলিয়া বলছেন, তিনি নাকি অনেকদিন আগেই রণবীরকে বিয়ে করে নিয়েছেন!
ব্যাপারটা কী? আসলে সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রণবীরকে নিয়ে খুল্লমখুল্লা আড্ডায় মাতেন আলিয়া। অভিনেতার বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন, “রণবীর ঠিকই বলেছে, কিন্তু মনে মনে আমি ওকে বিয়ে করে নিয়েছি। এমনকি মনে মনে আমি তো রণবীরকে অনেক দিন আগেই বিয়ে করে নিয়েছি।”
তবে করোনার জন্য বিয়ে পিছিয়ে যাওয়াতে খুব একটা দুঃখিত নন আলিয়া। তাঁর মতে, সবকিছুর নেপথ্যেই কোনো একটা কারণ থাকে। তাই তাঁরা যখনি বিয়ে করুন না কেন সেটা খুব সুন্দর ভাবে হবে বলে মনে করেন অভিনেত্রী।
প্রসঙ্গত, মাঝে কানাঘুঁষো শোনা গিয়েছিল চলতি বছরেই ঘনিষ্ঠ জনদের নিয়ে গাঁটছড়া বাঁধবেন ‘রণলিয়া’ জুটি। মুম্বই বা রাজস্থানে হয়তো বিয়ের অনুষ্ঠান হতে পারে তাঁদের, এমনি জানা গিয়েছিল। কিন্তু পরে শোনা যায়, শীতকালে নয়। ছক ভেঙে গ্রীষ্মকালে রণথম্বোরে বিয়ে সারতে পারেন তাঁরা।
মাঝে মধ্যেই রণথম্বোরে একসঙ্গে সময় কাটিয়ে আসেন রণবীর আলিয়া। নতুন বছরেও সেখানে জঙ্গল সাফারিতে গিয়েছিলেন তাঁরা। সাম্প্রতিক কালে মালদ্বীপের মতোই রণথম্বোরও বেশ জনপ্রিয়তা পেয়েছে তারকাদের কাছে। রণথম্বোরের ফোর্ট সেন্সেস বারওয়ারা ফোর্টে বিয়েও সেরেছিলেন ক্যাটরিনা ও ভিকি।
শোনা গিয়েছিল, প্রিয় বান্ধবীর মতোই ওই ফোর্টে বিয়ে করবেন আলিয়াও। তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর মিলেছে, আগামী এপ্রিলে রণলিয়া জুটির যে বিয়ের খবর মিলেছিল তা নাকি গুজব। দুই পরিবারে বিয়ের কোনো প্রস্তুতি চলছে বলেও জানা যায়নি।