আলিয়া ভাট আর নয়, নিজের নাম বদলে ফেলতে চলেছেন রণবীর-পত্নি! জানালেন নতুন নাম

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগতে এসে নাম বদলে ফেলাটা কোনো নতুন ব‍্যাপার নয়। বলিউড হোক বা টলিউড, এমনকি সুদূর দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও এমন নাম বদলানোর অনেক নিদর্শন রয়েছে। এবার সেই পথেই হাঁটতে চলেছেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। আনুষ্ঠানিক ভাবে নিজের নাম বদলে ফেলতে চলেছেন তিনি। নিজের মুখেই একথা জানিয়েছেন রণবীর ঘরণী।

মহেশ ভাট এবং সোনি রাজদানের মেয়ে আলিয়া। মহেশের দ্বিতীয় পক্ষের কন‍্যা তিনি। চার মাস আগে রণবীর কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি, আর তার তিন মাসের মাথায় ঘোষনা করেছেন প্রথম প্রেগনেন্সির। এবার আলিয়া জানালেন, নিজের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


তবে কি ছবিতে আরো সাফল‍্য আনার জন‍্য নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া? না, তেমন কোনো ব‍্যাপারই নেই। আসলে নিজের নামটা এক রাখলেও পদবী বদলাতে চলেছেন অভিনেত্রী। আরো স্পষ্ট ভাবে বলতে গেলে নিজের ভাট পদবীর সঙ্গে এবার কাপুর জুড়তে চলেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, তিনি খুব খুশি মনেই এই পরিবর্তনটা করছেন। রণবীর বিয়ের পরপরই পাসপোর্টে ম‍্যারিট‍্যাল স্ট‍্যাটাস বদলে নিয়েছিলেন। কিন্তু নিজের নামটা আনুষ্ঠানিক ভাবে বদলানোর সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না আলিয়ার। কারণ নিজের কাজের জন‍্য বারবার দেশের বাইরে যেতে হচ্ছিল তাঁকে।

অনেকদিন ধরেই নাম বদলানোর কথা ভাবছিলেন আলিয়া। এখন তিনি মা-ও হতে চলেছেন, তাই আর ভাট হয়ে থাকতে চান না। তিনি বলেন, “কাপুররা একসঙ্গে যায় যেখানেই যায়। আমি একা পড়ে থাকতে চাই না। খুব তাড়াতাড়িই কাপুর পদবী জুড়ে নেব।” তবে আলিয়া আশ্বাস দিয়েছেন, পর্দায় তাঁর নাম চিরদিন আলিয়া ভাটই থাকবে।

আগামীতে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রণবীর ও আলিয়াকে। এই প্রথম একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করছেন তাঁরা। এছাড়াও ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ানে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়।

সম্পর্কিত খবর

X