বাংলাহান্ট ডেস্ক: ইন্ডাস্ট্রির প্রথম সারির অথচ বিতর্কিত পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt)। কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন, বিতর্কের ডোজ কখনো কম পড়েনি তাঁর। একাধিক নারী সঙ্গ এই দু বছর আগে পর্যন্তও সংবাদ শিরোনামে রেখেছে তাঁকে। বাবার জন্য ভুগেছেন মেয়ে আলিয়া ভাটও (Alia Bhatt)। ছোট থেকে বাবাকে কখনো কাছেও পাননি তিনি!
মেয়েরা সাধারনত বাবার মনের খুব কাছের হয়। কিন্তু আলিয়ার ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই তেমন ছিল না। তিনি নিজেই এমনটা জানিয়েছিলেন একবার। এক সাক্ষাৎকারে মহেশের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল আলিয়া ও তাঁর মা সোনি রাজদানকে। তখনি সোনি জানান, আলিয়ার বড় হওয়ার সময়ে তিনিই যা শাসন করতেন মেয়েকে। সংসারের দিকে ফিরেও তাকাতেন না মহেশ ভাট।
আলিয়ার কথায়, “আমার মনে হত বাবা কোনো তারকা যে হঠাৎ হঠাৎ বাড়িতে ঢুকে আসে আবার চলেও যায়। আমি ওঁকে তেমন মিস করিনি কারণ ওঁকে কাছেও পেতাম না কখনো। কিন্তু কয়েক বছর পরে বাবাই চেষ্টা করতে লাগলেন আমাদের সঙ্গে বেশি সময় কাটানোর। আমরা সাপ সিঁড়ি খেলতাম একসঙ্গে। তবে বাবার সঙ্গে আসল বন্ধুত্বটা তখন হল যখন আমি অভিনয়ে পা রাখলাম।”
মঙ্গলবার, ১৫ মার্চ ২৯ এ পা দিলেন আলিয়া। গোটা ইন্ডাস্ট্রি থেকে শুভেচ্ছা বার্তায় ভেসেছেন তিনি। এদিনই অনুরাগীদের জন্য ফেরত উপহার হিসাবে ‘ব্রহ্মাস্ত্র’র টিজার শেয়ার করলেন আলিয়া। এর আগে শুধু রণবীরের চরিত্রটিরই দেখা মিলেছিল প্রথম ঝলকে। এবার ছবিতে নিজের চরিত্র ইশার সঙ্গে পরিচয় করালেন আলিয়া। টিজার শেয়ার করার জন্য এর থেকে ভাল দিন আর পাওয়া যেত না, ক্যাপশনে এমনটাই লিখেছেন তিনি।
https://www.instagram.com/tv/CbHIh50AAez/?utm_medium=copy_link
শোনা যায়, এই ছবির সেটেই সম্পর্ক শুরু হয়েছিল রণবীর ও আলিয়ার। উল্লেখ্য, ব্রহ্মাস্ত্র তেই প্রথম বার অনস্ক্রিনে জুটি হিসাবে দেখা যাবে দুজনকে। পরিচালক অয়ন মুখার্জির ছবিটি আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে।