বাংলাহান্ট ডেস্ক: রাজনৈতিক মহলের দৌলতে ‘খেলা হবে’ (Khela Hobe) স্লোগানটির সঙ্গে সকলেই পরিচিত হয়ে উঠেছেন। বিধানসভা নির্বাচনের সময়েই তৃণমূলের (Trinamool Congress) তরফে এই স্লোগান প্রকাশ করা হয় যা পরবর্তীকালে ব্যাপক জনপ্রিয়তা পায়। সোশ্যাল মিডিয়ায় মিম, ট্রোলও কম হয়নি খেলা হবে স্লোগানটি নিয়ে।
এবার বলিউডেও লাগল রাজনীতির ছোঁয়া। স্বয়ং আলিয়া ভাটের (Alia Bhatt) মুখে শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান। সঙ্গে সকলেই পরিচিত হয়ে উঠেছেন। বিধানসভা নির্বাচনের সময়েই তৃণমূলের তরফে এই স্লোগান প্রকাশ করা হয় যা পরবর্তীকালে ব্যাপক জনপ্রিয়তা পায়। সোশ্যাল মিডিয়ায় মিম, ট্রোলও কম হয়নি খেলা হবে স্লোগানটি নিয়ে। এবার বলিউডেও লাগল রাজনীতির ছোঁয়া। স্বয়ং আলিয়া ভাটের মুখে শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান।
বহু বছর পর আবার পরিচালকের আসনে করণ জোহর। আসছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ছবিতে মুখ্য ভূমিকায় আলিয়া ভাট এবং রণবীর সিং। মঙ্গলবার প্রকাশ্যে এল ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার। কিছুটা ‘টু স্টেটস’ এর আভাস পেলেও পেতে পারেন এই ট্রেলার থেকে। কারণ এই ছবিও বলবে দুই ভিন্ন ভাষাভাষীর মানুষের মিলনের গল্প।
টু স্টেটস ছবিতে আলিয়া ছিলেন তামিল ব্রাহ্মণ। আর রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে বাঙালি মেয়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। অন্যদিকে রণবীরের চরিত্রটি এক পঞ্জাবি ছেলের। স্বাভাবিক ভাবেই তাঁদের মিলনে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবারের ভিন্ন সংষ্কৃতি এবং ঐতিহ্য। শেষে কীভাবে দুই পরিবারকে মিলিয়ে নিজেরাও এক হয় সেটাই উঠে আসবে ছবিতে।
এই ট্রেলারেই একটা সময় আলিয়ার মুখে শোনা গিয়েছে ‘খেলা হবে’ সংলাপ। আচমকা এই টুইস্টে জোর চমকেছেন দর্শকরা। বিনোদনের সঙ্গে আবারো মিলে গিয়েছে রাজনীতি। এই একটি ডায়লগেই হিট রকি অউর রানি কি প্রেম কাহানির ট্রেলার।
প্রসঙ্গত, করন জোহর পরিচালিত ছবিতে থাকছে তারকাদের হাট। ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, ছাড়াও রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীও। আলিয়ার বাবার ভূমিকায় দেখা যাবে টোটাকে। প্রথম ঝলকে করনের পুরনো বলিউডি ছবিগুলির ছোঁয়া পাওয়া গিয়েছে ট্রেলারে। আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে রকি অউর রানি কি প্রেম কাহানি।