বোনের অবসাদের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন আলিয়া ভাট

বাংলাহান্ট ডেস্ক: অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের স্বার্থে ক্যামেরার সামনে তো অনেকবারই কাঁদতে হয়। কিন্তু বাস্তব জীবনেও তাঁরা এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হন যখন তাঁদের স্থান-কাল বিচার করার অবকাশ থাকে না। দরকার হয় না কোনও অভিনয়েরও। আপনা থেকেই গড়িয়ে পড়ে চোখের জল। সম্প্রতি এমনটাই হল আলিয়া ভাটের সঙ্গে। প্রকাশ্যে মঞ্চেই কাঁদতে শুরু করেন তিনি।

https://www.instagram.com/p/B5iO79mgggM/?utm_source=ig_web_copy_link

অতিসম্প্রতি আলিয়ার বোন শাহিন ভাটের লেখা একটি বই প্রকাশিত হয়েছে। সেই বই লঞ্চের অনুষ্ঠানেই বোন শাহিনকে সঙ্গে করে উপস্থিত হন আলিয়া। শাহিনের লেখা ‘আই হ্যাভ নেভার বিন (আন)হ্যাপিয়ার’ বইটির সম্বন্ধে বলতে বলতেই হঠাৎ আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেত্রী। নিজের অবসাদের কথাই এই বইতে তুলে ধরেছেন শাহিন। বলে রাখা দরকার মাত্র ১৩ বছর বয়স থেকে অবসাদের শিকার শাহিন ভাট।

jpg 16

আলিয়া ও পূজার মতো শাহিনের কোনদিনই অভিনয়ের দিকে আগ্রহ ছিল না। বরং তিনি লেখা পড়ার মধ্যেই ডুবে থাকতেন। প্রিয় বোনের জন্য সোশ্যাল মিডিয়াতেও বহু পোস্ট করেন আলিয়া। কিছুদিন আগেই শাহিনের জন্মদিনে নিজেদের ছোট্টবেলার ছবি শেয়ার করেছিলেন তিনি। বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে লেখেন, “এই মুহূর্তে জন্মদিনের জন্য মানানসই একটি ক্যাপশন লেখার চেষ্টা করছি আমি। কিন্তু বার বার লিখছি আর কাটছি। কারণ আমি শাহিনের মতো ভাল লিখতে পারি না। তবে এটাও ঠিক আমাদের সম্পর্ক ভাষায় প্রকাশ করা যায় না।”

প্রসঙ্গত, এই মুহূর্তে রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাষ্ত্র’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আলিয়া। পাশআপাশি রণবীরের সঙ্গে তাঁর বিয়ের ব্যপারেও গুঞ্জন শেনা যাচ্ছে বলিপাড়ায়। কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে মুখ ফসকে আলিয়ার বিয়ের কথা বলে ফেলেন দীপিকা পাডুকোন। বলা বাহুল্য তাঁর এই মন্তব্য আগুনে ঘি ঢালার কাজই করেছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর