সিংহদের মাঝে অভিনব বর্ষবরণ রণবীর-আলিয়ার, অদেখা ছবি শেয়ার করলেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: ২০২২ এ পা রাখার বাকি আর মাত্র কয়েক ঘন্টা। বছরের শেষ দিন আর বর্ষবরণ উদযাপন করার জন‍্য অনেক তারকাই ঘুরতে বেড়িয়ে পরেছেন মনের মানুষের হাত ধরে। এমনি এক জুটি হল রণবীর কাপুর (ranbir kapoor) ও আলিয়া ভাট (alia bhatt)। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা মিলেছিল দুজনের। তবে নিউ ইয়ার সেলিব্রেট করতে তাঁরা কোথায় পাড়ি দিয়েছেন তা না জানালেও ভ‍্যাকেশন থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন আলিয়া।

নিজের ও রণবীরের ছবি ছাড়াও সিংহ, জিরাফের মতো বন‍্যজন্তুর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। একটি সূর্যাস্তের ছবিও শেয়ার করেছেন তিনি। ছবির ক‍্যাপশনে আলিয়া লিখেছেন, ‘২০২২ কে একটু হাকুনা মাটাটা এনার্জি দিচ্ছি। সাবধানে থাকুন, হাসুন, সাধারন থাকুন এবং আরো ভালবাসতে থাকুন! হ‍্যাপি নিউ ইয়ার।’

aliarkkenyamain
বেশ অনেক বছর ধরেই সম্পর্কে রয়েছেন আলিয়া রণবীর। আর গত দু বছর ধরেই তাঁদের বিয়ের খবর শোনা যাচ্ছে। শোনা যায়, ২০১৭ থেকে ডেটিং শুরু করেছেন রণবীর আলিয়া। তবে ২০১৯ এ এসে সম্পর্কটা আনুষ্ঠানিক করেন ‘রণলিয়া’ জুটি। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, অনেক টাকা খরচ করে বেশি জাঁকজমক করে বিয়ের ইচ্ছা নেই রণবীর বা আলিয়া কারোরই। আসলে তাঁরা দুজনেই ব‍্যক্তিগত জীবনটা সবার চোখের আড়ালে রাখতে ভালবাসেন।

https://www.instagram.com/aliaabhatt/p/CYJm3SXMXpG/?utm_medium=copy_link

তাই জীবনের এই বিশেষ দিনেও শুধুমাত্র কাছের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদেরই ডাকতে চান তাঁরা। সূত্রের খবর মানলে, মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলেই বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন রণবীর আলিয়া। তবে বিয়েটা কবে হবে তা এখনো জানা যায়নি। আপাতত দুজনেই নিজেদের কেরিয়ার নিয়ে ব‍্যস্ত। আগামী বছর মুক্তি পাচ্ছে আলিয়া রণবীর জুটির প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’।

Niranjana Nag

সম্পর্কিত খবর