সবার সামনেই বাবাকে ধমক আলিয়ার!

বাংলাহান্ট ডেস্ক: অনুষ্ঠানে উপস্থিত বাবা মহেশ ভাট, মা সোনি রাজদান, দিদি পূজা ভাট, শাহিন ভাট সকলেই। এমনকি ক্যামেরা কাঁধে রয়েছে পাপরাৎজিও। তাও সকলের সামনেই বাবাকে ধমকে উঠলেন আলিয়া। চুপ করতে বললেন বর্ষীয়ান পরিচালক মহেশ ভাটকে। কিন্ত হঠাৎ কী এমন হল যে বাবার সঙ্গে এই আচরণ করতে বাধ্য হলেন আলিয়া? ব্যপারটা খুলেই বলা যাক তাহলে।

সম্প্রতি দিদি শাহিন ভাটের লেখা ‘আই হ্যাভ নেভার বিন (আন)হ্যাপিয়ার’ বইটির প্রকাশের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পুরো ভাট পরিবার। সেখানেই এক সাংবাদিকের প্রশ্নে আচমকাই রেগে যান মহেশ ভাট। তাঁকে বলতে শোনা যায়, “এই অসুস্থ সমাজ যেখানে সবরকম অসুস্থতা ও নিষ্ঠুরতাকে সায় দেওয়া হয় সেখানে আমার মেয়ে ভাল থাকবে কী করে”। কথা বলতে বলতে বেশ উত্তেজিত হয়ে পড়েন পরিচালক। এদিকে উত্তেজনার বশে বাবার শরীর খারাপ হতে পারে এই চিন্তায় তাঁকে চুপ করতে বলেন আলিয়া। কিন্তু তাঁকে পরোয়া না করেই নিজের মতামত ব্যক্ত করতে থাকেন মহেশ ভাট। এমনকি স্ত্রী সোনি রাজদানের বারণকেও তোয়াক্কা করেন না তিনি। তখন আলিয়াকে বলতে শোনা যায়, “আমি সাবধান করেছিলাম আগেই। জানতাম এটাই হবে।”

https://www.instagram.com/p/B5xE_HsnkUK/?utm_source=ig_web_copy_link

পরে অবশ্য মহেশ ভাট চুপ করলে আলিয়া মজার ছলে বলেন, এখন তাঁর কথা বলা বারণ। মহেশ ভাট-কন্যা শাহিনের এই বইতে নিজের অবসাদের সঙ্গে লড়াইয়ের কথা উল্লেখ করেছেন শাহিন। বই প্রকাশ অনুষ্ঠানে দিদির অবসাদের কথা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি আলিয়া।

alia bhatt attempts to cook for the first time and spills secrets about her food habits watch video

প্রসঙ্গত, এই মুহূর্তে মহেশ ভাটের পরিচালনায় ‘সড়ক ২’ ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট। চলছে ছবির শ্যুটিংয়ের কাজ। তিনি ছাড়াও এই ছবিতে দেখা যাবে তাঁর দিদি পূজা ভাটকেও।

Niranjana Nag

সম্পর্কিত খবর