উরফির থেকে অনুপ্রাণিত? লেহেঙ্গা চোলিতে অর্ধেক বক্ষযুগল দেখিয়ে ট্রোলড আলিয়া ভাট

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ট্রোল থেকে চটজলদি রেহাই পাধ না আলিয়া ভাট (alia bhatt)। কখনো পরিবারের জন‍্য, কখনো ফিল্মি কেরিয়ার আবার কখনো তাঁর জ্ঞান বুদ্ধি নিয়েও প্রশ্ন তোলা হয়। তবে ফ‍্যাশন সেন্স আলিয়ার বরাবরই তুখোড়। বিভিন্ন ইভেন্টে তাঁর পোশাক লাইমলাইট কেড়ে নেয় সবার আগে। এবার সেই ফ‍্যাশন সেন্সেও মরচে পড়ল নাকি? আলিয়ার সাম্প্রতিক একটি পোশাকের ছবি দেখে এমনি প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

এই মুহূর্তে নিজের প্রিয় বান্ধবীর দিদির বিয়ে নিয়ে ব‍্যস্ত আলিয়া। রবিবার গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রীর বান্ধবী আকাঙ্খা রঞ্জনের দিদি অনুষ্কা রঞ্জন। শনিবার রাতে ছিল সঙ্গীত সেরেমনি। একটি সবুজ হলুদের মিশেলে লেহেঙ্গা চোলিতে সেজেছিলেন আলিয়া। যত বিতর্ক, ট্রোল সব এই পোশাকটিকে ঘিরেই।


আসলে পোশাকটি বেশ মডার্ন স্টাইলে ছিল। চোলি অর্থাৎ ব্লাউজটি ছিল ক্রস নেক ডিজাইনের, ব‍্যাকলেস। আলিয়ার বক্ষযুগল অনেকটাই স্পষ্ট ছিল পোশাকে। বিয়ের অনুষ্ঠানের জন‍্য যথেষ্ট ‘সাহসী’ পোশাকই পছন্দ করেছিলেন আলিয়া। ফ‍্যাশন বোদ্ধাদের তাঁর স্টাইল বেশ পছন্দ হলেও নেটজনতার বেশিরভাগই ট্রোল করেছেন অভিনেত্রী।

https://www.instagram.com/reel/CWgW_Vxqif-/?utm_medium=copy_link

https://www.instagram.com/reel/CWgqHk6q5fq/?utm_medium=copy_link

https://www.instagram.com/reel/CWhzKCbqLxD/?utm_medium=copy_link

একজনের মনে হয়েছে, তাড়াহুড়োতে উলটো ব্লাউজ পরেই চলে এসেছেন আলিয়া। আবার কারোর মতে, এটাই বছরের জঘন‍্যতম পোশাক, ফ‍্যাশন ডিজাস্টার যাকে বলে। আরেকজনের প্রশ্ন, উরফি জাভেদকে দেখে অনুপ্রেরণা পেয়েছেন নাকি আলিয়া? দুজনেরই পোশাক পছন্দ একই রকম হয়ে যাচ্ছে।


শনিবার আদিত‍্য শীল ও অনুষ্কা রঞ্জনের সঙ্গীত সেরেমনিতে আলিয়া ছাড়াও উপস্থিত ছিলেন বাণী কাপুর, রবীনা ট‍্যান্ডন, ভূমি পেডনেকর, ক্রিস্টাল ডিসুজারা। বান্ধবীদের সঙ্গে আলিয়ার নাচের পারফরম‍্যান্স ইতিমধ‍্যেই ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

সম্পর্কিত খবর

X