মালদ্বীপে বিকিনি অবতারে উষ্ণতা ছড়ালেন আলিয়া, ‘গার্লস গ‍্যাং’ এর ভ‍্যাকেশন ছবি ভাইরাল

বাংলাহান্ট ডেস্ক: হাতে রয়েছে একের পর এক ছবি। চূড়ান্ত ব‍্যস্ত রয়েছেন আলিয়া ভাট (alia bhatt)। তবুও এর মধ‍্যেই সময় করে নিজের ‘গার্লস গ‍্যাং’ এর সঙ্গে ছুটি কাটাতে চলে গেলেন অভিনেত্রী। দিদি শাহিন ভাট, প্রিয় বান্ধবী আকাঙ্খা রঞ্জন কাপুর ও অনুষ্কা রঞ্জনের সঙ্গে মালদ্বীপ (maldives) ঘুরতে গিয়েছেন তিনি।

সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের জন‍্য একের পর এক ছবি শেয়ার করে চলেছেন আলিয়া।মালদ্বীপের সমুদ্র সৈকতে বিকিনিতে দুটি ছবি শেয়ার করেছেন তিনি। এছাড়াও প্রিয় বান্ধবী আকাঙ্খা রঞ্জনের সঙ্গেও একটি সেলফি শেয়ার করেন আলিয়া। মালদ্বীপের সমুদ্র সৈকতে ‘কহো না পেয়ার হ‍্যায়’ গানের আইকনিক নাচও নাচতে দেখা যায় আলিয়া আকাঙ্খা ও অনুষ্কাকে।

Screenshot 2021 02 07 18 06 34 604 com.instagram.android

পরিচালক সঞ্জয় লীলা বনশালির ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’র শুটিংয়ের ফাঁকে কিছুদিনের বিরতি নিয়েই ঘুরতে গিয়েছেন আলিয়া। ভ‍্যাকেশন থেকে ফিরেই ফের কাজে যোগ দেবেন তিনি। গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি ছাড়াও রণবীর কাপুরের বিপরীতে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও দেখা যাবে তাঁকে।

https://www.instagram.com/p/CK-oynAMPbY/?igshid=f7l24bjtsmx9

সম্প্রতি শোনা যায়, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’কে ঘিরে আইনি সমস‍্যায় পড়েছেন অভিনেত্রী আলিয়া ভাট, পরিচালক সঞ্জয় লীলা বনশালি ও তাঁর প্রযোজনা সংস্থা বনশালি প্রডাকশনস। গাঙ্গুবাঈয়ের ছেলে বাবুজি রাউজি শাহ মামলা দায়ের করেছেন তাঁদের বিরুদ্ধে।

https://www.instagram.com/p/CK86D7Rhmr5/?igshid=s6rpg1kgm8w9

এই ছবির কারণে তাঁর গোপনীয়তা লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছেন বাবুজি রাউজি শাহ। তাঁর আইনজীবীর বক্তব‍্য, ছবিটির প্রোমো প্রকাশ‍্যে আসার পর থেকেই নিজের এলাকাতেই থাকা দায় হয়ে উঠেছে শাহের। নানা রকম গুজব ছড়ানোয় তাঁর উপর হামলাও হয়েছে বলে জানান শাহের আইনজীবী। পায়ে চোট লেগেছে তাঁর।

Screenshot 2021 02 07 18 08 46 186 com.instagram.android
গণিকার পরিবার বলে দেগে দেওয়া হয়েছে শাহের আত্মীয়দেরও। নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। আরো জানা গিয়েছে, লেখক হুসেন জয়েদি ও সাংবাদিক জেন বর্গেসের বিরুদ্ধেও করা হয়েছে মামলা দায়ের। ‘দ‍্য মাফিয়া কুইন অফ মুম্বই’ বইয়ের লেখক হলেন হুসেন। এই বইটির উপর ভিত্তি করেই তৈরি বনশালির ছবি। অপরদিকে তথ‍্য যোগাড় করেছিলেন সাংবাদিক জেন।

শাহের আইনজীবী আরো জানান, এরপ‍র তাঁরা মানহানির জন‍্য ক্রিমিনাল মামলা, মহিলাদের অশ্লীলভাবে প্রদর্শন ও অশ্লীল অশালীন জিনিস প্রচার করার অভিযোগে ফৌজদারী মামলা দায়ের করবেন। শাহের আরো অভিযোগ, হুসেন জয়েদির লেখা বইটির কিছু অংশ মানহানিকর ও তাঁর ব‍্যক্তিগত স্বাধীনতা, আত্মসম্মান লঙ্ঘন করে। আগামী ৭ জানুয়ারগর মধ‍্যে এই অভিযোগের জবাব দিতে বলা হয়েছে আদালতের তরফে।

প্রসঙ্গত, চলতি বছরের ১১ সেপ্টেম্বরেই মুক্তির কথা ছিল গাঙ্গুবাঈ কাঠিয়াবাদির। কিন্তু করোনা পরিস্থিতির জন‍্য মুক্তি পিছিয়ে যায়। মুম্বইয়ের পতিতালয় কামাথিপুরার বারবনিতা ছিলেন গাঙ্গুবাঈ। পতিতালয় বাঁচাতে তৎকালীন প্রধানমন্ত্রী নেহরুর সঙ্গেও দেখা করেছিলেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর