উত্তরাখন্ডের উদ্ধারকার্যে মিলল ১০ টি শবদেহ, মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরনের ঘোষণা সরকারের

রবিবার উত্তরাখণ্ডের চামোলি জেলার এক গ্রামে হিমবাহে ফাটল সৃষ্টি হয়। যার দরুন ধৌলিগঙ্গার বাঁধ ভেঙে যায় এবং নদী ভয়ঙ্কর রূপ নেয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চামোলি থেকে হরিদ্বার অবধি হাই এলার্ট জারি করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরো ঘটনার উপর নজর রাখছেন বলে সূত্রের খবর।

সেনা, বায়ুসেনা, NDRF,ITBP এর টিম স্থানীয় উদ্ধারকার্যে নেমেছে। এখনও অবধি ১০ টি শবদেহ উদ্ধার হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী লোকজনের কাছে পুরানো ভিডিও শেয়ার না করার জন্য অনুরোধ করেছেন। উনি মানুষজনের সাহায্যের জন্য হেল্পলাইন নাম্বারও জারি করেছেন।

IMG 20210207 191406

একের পর এক রাজনৈতিক নেতারাও এই প্রাকৃতিক দুর্যোগের উপর দুঃখ প্রকাশ করেছেন। রাহুল গান্ধী টুইট করে এই দুর্যোগের উপর সমবেদনা প্রকাশ করেছেন। রাজ্য সরকার সকল ক্ষতিগ্রস্থদের সাহায্য প্রদান করুক বলে দাবি করেছেন। একই সাথে কংগ্রেসকর্মীরা বন্যা প্রভাবিত লোকেদের সাহায্যে দাঁড়াবেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

ঋষিগঙ্গা পাওয়ার গ্রিড প্রকল্পে যে সকল কর্মীরা কাজ করছিলেন এখন তাদের কারোর খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রায় ১৫০ জন কর্মী বন্যায় ভেসে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের জন্য উত্তরাখন্ডের রাজ্য সরকার আপাতত ৪ লক্ষ টাকা ক্ষতিপূরনের ঘোষণা করেছে। ১৬ জন লোককে খুবই বিপদজনক পরিস্থিতি থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। বেশকিছু ঘর বাড়ি ও ১৮০ টি মতো গরু ছাগল বন্যার জলে ভেসে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পর্কিত খবর