বাস্তবে কলেজও পাশ করেননি, ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারের দৌলতে আইআইটি বম্বেতে পা রেখে উৎফুল্ল আলিয়া

বাংলাহান্ট ডেস্ক: নেটপাড়ায় তীব্র ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) বয়কটের ডাক। এক নয়, একাধিক অভিযোগ তুলে বাতিল করার আহ্বান জানানো হচ্ছে এই ছবিকে। কিন্তু আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুর বেপরোয়া। গর্ভস্থ সন্তানকে সঙ্গে নিয়েই ‘ব্রহ্মাস্ত্র’র প্রচার করছেন অভিনেত্রী। আপাতত মুম্বইতেই রয়েছেন তাঁরা। সম্প্রতি আইআইটি বম্বেতে ছবির প্রচার করতে গিয়েছিল ব্রহ্মাস্ত্র টিম।

ইদানিং ছবির প্রচারের পেছনে একটা লম্বা সময় এবং পরিশ্রম ব‍্যয় করছেন বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকারা। অন‍্য রাজ‍্যে গিয়েও প্রচার করছেন বলিউড অভিনেতা অভিনেত্রীরা। শনিবার আলিয়া গিয়েছিলেন আইআইটি বম্বেতে। সোশ‍্যাল মিডিয়ায় সে খবর জানানোর ঢং দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

Alia bhatt 1
একটি বেইজ রঙের শার্ট ও বেলবটম জিন্স পরে প্রচারে বেরিয়েছিলেন আলিয়া। কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আইআইটি বম্বে আমরা আসছি! অন্তত প্রচারের দৌলতে আমি এবার এটা বলতে পারব যে আমিও আইআইটিতে গিয়েছি, সে এক ঘন্টার জন‍্য হলেও।’

প্রসঙ্গত, পরিচালক মহেশ ভাটের ছোট মেয়ে আলিয়া ভাটের শিক্ষাগত যোগ‍্যতা কিন্তু খুব একটা চমকপ্রদ নয়। মুম্বইয়ের যমনাবাই নার্সি স্কুল থেকে পাশ করেছেন তিনি। কিন্তু কলেজের চৌকাঠ আর পেরোননি। তার আগেই অভিনয়ে পা রাখেন তিনি।

https://www.instagram.com/p/Chwz-zoPq2w/?igshid=YmMyMTA2M2Y=

করন জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার’ আলিয়ার ডেবিউ ছবি। প্রথম ছবিতে দর্শকদের খুশি করতে না পারলেও তারপর একের পর এক ছবিতে অভিনয় প্রতিভার প্রমাণ রেখেছেন তিনি। শেষবার আলিয়া ভাটকে দেখা গিয়েছিল তাঁরই প্রযোজনা সংস্থার ছবি ‘ডার্লিংস’এ। প্রথমে পুরুষদের বিরুদ্ধে গার্হস্থ‍্য হিংসার অভিযোগ তুলে ছবিটি বয়কটের ডাক উঠলেও মুক্তির পর বেশ প্রশংসাই কুড়িয়েছে ডার্লিংস।

এছাড়াও আলিয়াকে দেখা যাবে করন জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। তাঁর হাতে রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ও। এই প্রথম রণবীরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। এছাড়াও হলিউড ডেবিউ প্রোজেক্ট ‘হার্ট অফ স্টোন’এও অভিনয় করেছেন আলিয়া।

Niranjana Nag

সম্পর্কিত খবর