বাংলাহান্ট ডেস্ক: হচ্ছে না রণবীর কাপুর (ranbir kapoor) ও আলিয়া ভাটের (alia bhatt) বিয়ে (wedding)। চলতি বছরেই ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল রণবীর ও আলিয়ার। কিন্তু সম্প্রতি খবর পাওয়া গিয়েছে স্থগিত রাখা হয়েছে সেই বিয়ে। এমনই খবর শোনা যাচ্ছে এখন বিটাউনের আনাচে কানাচে।
২০২০র ডিসেম্বর মাসেই বিয়ের সানাই বাজার কথা ছিল ভাট ও কাপুর পরিবারে। তোড়জোড় চলছিল সেই মতোই। তবে এখন সেই বিয়ে আর হচ্ছে না। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর মিলেছে। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কি?
ওই সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, তিনি এখনি বিয়ের জন্য তৈরি নন। তাঁর বয়স মাত্র ২৫। এখনি বিয়ের কোনো তাড়া নেই তাঁর। তাই আগে ২০২১ এ বিয়ের কথা ঠিক করলেও এখন আর বিয়ের কথা ভাবছেন না তিনি।
সম্প্রতি গোয়ায় ফুটবল ম্যাচ দেখার জন্য একসঙ্গে পাড়ি দেন দুজনে। ভাইরাল হয়েছিল সেই ছবি। চলতি ইন্ডিয়ান সুপার লিগে গোয়ায় মুম্বই সিটি FC ও জামশেদপুর FCর মধ্যে ম্যাচ হয়। বলিউডের বেশ কয়েকজন তারকাকে দেখা যায় সেই ম্যাচে। মুম্বই এর টিমকে সমর্থন করতে এদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন রণবীর ও আলিয়া। গ্যালারিতে দুজনের ছবিও শেয়ার করা হয় মুম্বই সিটি FCর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
ছবিতে রণবীর ও আলিয়াকে একসঙ্গে গ্যালারিতে দাঁড়িয়ে ম্যাচ দেখতে দেখা যায়। দুজনের পরনেই ছিল মুম্বই টিমের জার্সি। মুখে ছিল মাস্ক। একসঙ্গে ক্যামেরার জন্য পোজও দেন রণবীর ও আলিয়া। নিজের ইনস্টা স্টোরিতেও মুম্বই এর টিমের জার্সি গায়ে সেলফি শেয়ার করেন আলিয়া।
প্রসঙ্গত, খুব শীঘ্রই বড়পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে। একত্রে তাঁরা অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করেছেন। তবে এখনো ছবির মুক্তির তারিখ জানানো হয়নি আনুষ্ঠানিক ভাবে।