কেউ স্কুল পাশ, কেউ পেরোতে পারেননি সেই গণ্ডিটাও, দেখে নিন আলিয়া-সোনমদের পড়াশোনার দৌড়

বাংলাহান্ট ডেস্ক: বিটাউনে তারকা সন্তানদের রাজত্ব শুরু হয়ে গিয়েছে ইতিমধ‍্যেই। টাইগার শ্রফ, আথিয়া শেট্টি থেকে জাহ্নবী কাপুর, সারা আলি খান, অনন‍্যা পাণ্ডে একে একে অভিনয় জগতে পা রেখে ফেলেছেন অনেকেই। অনেকে বাকিও রয়েছেন।
এই তারকা সন্তানদের অভিনয় নিয়ে তো বেশ কিছুদিন ধরেই তুমুল আলোচনা চলছে। আলিয়া ভাট (alia bhatt), সোনম কাপুররা (sonam kapoor) প্রায়ই ঘোরাফেরা করছেন পেজ থ্রির পাতায়। কিন্তু অভিনয় বাদ দিলে তারকা সন্তানদের পড়াশোনার দৌড় কতদূর তা কি জানেন? আলিয়া থেকে করিনা বা সোনম, কে কতটা পড়াশোনা করেছেন অভিনয়ে আসার আগে, জেনে নিন আজ।

Alia Bhattpic
আলিয়া ভাট– কফি উইথ করনের সৌজন‍্যে আলিয়ার বুদ্ধি সম্পর্কে এর আগেই ধারনা হয়েছে সকলের। ভারতের প্রধানমন্ত্রীর নাম ভুল বলে তুমুল ট্রোল হতে হয়েছিল তাঁকে। আলিয়া স্কুল পাশ করার পর আর পড়াশোনার দিকে ঝোঁকেননি। তারপরেই চলে আসেন অভিনয়ে। যমুনাবাঈ নারসি স্কুল থেকে পাশ করেন আলিয়া।

Sonam Kapoor Disables the Comments Section on her Instagram Account
সোনম কাপুর– স্কুল পাশ করার পর সিঙ্গাপুরে থিয়েটার ও আর্টস পড়তে যান সোনম। তারপর লন্ডনে ইকনমিক্স ও পলিটিক‍্যাল সায়েন্স পড়তে যান তিনি। কিন্তু অজ্ঞাত কারনে সেখানকার পড়া শেষ হওয়ার আগেই তিনি ফিরে আসেন মুম্বই।

Kareena Kapoor at TOIFA16
করিনা কাপুর খান– স্কুল পাশ করার পর দু বছর কমার্স নিয়ে পড়াশোনা করেন করিনা। তারপরেই ঢুকে যান অভিনয়ে।

3b375d28fe9c2995e1822bc7520b0f9c
করিশ্মা কাপুর– করিনার দিদি করিশ্মা স্কুলের পড়াশোনাও শেষ করেননি। জানা যায়, অভিনেত্রী হওয়ার স্বপ্নে মাত্র ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েই বলিউডে প্রবেশ করেন তিনি।

801386 sonakshisinha kalank
সোনাক্ষী সিনহা– শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী স্কুলের পড়া শেষ করার পর ফ‍্যাশন ডিজাইনিং নিয়ে পড়েন। বলিউডে ফ‍্যাশন ডিজাইনার হিসাবেই কাজ করার ইচ্ছা ছিল তাঁর।

salman bharat001
সলমন খান– স্কুল পাশ করার পর আর পড়াশোনা করেননি বলিউডের ভাইজান। বান্দ্রার সেন্ট স্ট‍্যানিসলস হাই স্কুল থেকে পাশ করেন তিনি।

ezgif.com webp to jpg 3

অনন‍্যা পাণ্ডে– ধীরুভাই অম্বানি ইন্টারন‍্যাশনাল স্কুল থেকে পাশ করেন অনন‍্যা। এখনও কলেজের গণ্ডি পেরোতে পারেননি তিনি।

Shraddha Kapoor 1 e1491907779110
শ্রদ্ধা কাপুর– প্রথমে মুম্বই, সেখান থেকে আমেরিকার একটি স্কুল। তারপর বস্টন ইউনিভার্সিটিতে ভর্তি হলেও মাঝপথেই পড়াশোনা ছেড়ে বলিউডে প্রবেশ করেন শ্রদ্ধা।

Directer Karan Johar 39487944
করন জোহর– প্রথমে মুম্বইয়ের গ্রিনলস হাই স্কুল তারপর এইচ আর কলেজ অফ কমার্স অ্যান্ড ইকনমিক্সে ভর্তি হন করন। এরপর বলিউডে অভিনেতা হিসাবে পা রাখেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর