অনলাইন পরীক্ষা না হলে বয়কটের হুমকি! ফের শিরোনামে আলিয়া বিশ্ববিদ্যালয়

বাংলা হান্ট ডেস্ক: অনলাইন নাকি অফলাইন? পরীক্ষা পদ্ধতি নিয়ে তোলপাড় আলিয়া বিশ্ববিদ্যালয়।  অনলাইন পরীক্ষার দাবি জানিয়ে আন্দোলনে বসার হুমকি দিয়েছেন পড়ুয়ারা। অনলাইন না হলে পরীক্ষা বয়কটের হুঁশিয়ারি পড়ুয়াদের। পড়ুয়াদের অভিযোগ অনলাইন পদ্ধতিতে পরীক্ষা না হলে তাঁরা সমস্যায় পড়বেন ৷ বিষয়টি নিয়ে এ দিন উত্তপ্ত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস ৷ ক্ষুব্ধ পড়ুয়ারা ডিন, রেজিষ্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রারকে ঘেরাও করেন এবং নিজেদের দাবিপত্র জমা দেন।

জানা গিয়েছে যে, দিন কয়েক আগেও পাঠক্রম শেষ না করে পরীক্ষার কথা ঘোষণা করায় তোলপাড় শুরু হয়েছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্দরে। পড়ুয়াদের অভিযোগ, গরমের ছুটি পড়ে যাওয়ায় পাঠ্যক্রম শেষ করা যায়নি ৷ ফলে তাঁরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেননি ৷ এ নিয়ে পড়ুয়াদের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কিছুটা সময় চাওয়া হয়েছিল ৷ অভিযোগ আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের সেই আবেদনে কর্ণপাত করেনি ৷

jpg 20220517 144010 0000

সিলেবাস শেষ না করেই পরীক্ষা ঘোষণাকে কেন্দ্র করে যখন তোলপাড় শুরু হয়েছে তখন সেই বিক্ষোভে ঘি ঢালে পরীক্ষা পদ্ধতির ধরণ নিয়ে আন্দোলন। অন্যরা অনলাইন করলে আলিয়া বিশ্ববিদ্যালয় করবে না কেন? এই প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু হয় পার্ক সার্কাস ক্যাম্পাসে। ‘অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত বদল করা যাবে কিনা, তা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে’ হবে। জানাল আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর