ক্ষমতার জন্য নিজেদের মধ্যেই দ্বন্দ্ব! গুলি খেয়ে হাসপাতালে তালিবান নেতা বরাদর

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে তালিবান কবজা জমিয়েছে দুই সপ্তাহেরও বেশি সময় হয়ে গিয়েছে। কিন্তু এখনও তাঁরা সরকার গঠন করতে পারেনি। আফগানিস্তানের ক্ষমতা কার দখলে থাকবে? সেই নিয়ে হাক্কানি গ্রুপ আর তালিবান একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে, তালিবানের সহ-সংস্থাপক আবদুল গনি বরাদর আর হাক্কানি গ্রুপের মধ্যে ক্ষমতা দখল নিয়ে হওয়া দ্বন্দ্বে গুলি পর্যন্ত চলছে।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম পঞ্জশির অবজার্ভারের রিপোর্ট অনুযায়ী, দুই পক্ষের এই দ্বন্দ্বে গুলি খেয়ে আহত হয়েছে আবদুল গনি বরাদর। শোনা যাচ্ছে যে, হাক্কানি গ্রুপ বরাদরের উপর গুলি চালিয়েছিল।

পঞ্জশির অবজার্ভারের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার রাতে তালিবানের দুজন বরিষ্ঠ নেতার মধ্যে ক্ষমতা দখল নিয়ে গোলাগুলি চলছে। পঞ্জশিরের সমস্যা কীভাবে সমাধান করা হবে সেই নিয়ে অনস হাক্কানি আর মুল্লা বরাদরের গোষ্ঠীর মধ্যে অসহমতি ছিল, আর সেই নিয়েই দুই পক্ষ একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। জানা গিয়েছে যে, হাক্কানি গ্রুপের চালানো গুলিতে বরাদর আহত হয়েছে, আর পাকিস্তানে তাঁর চিকিৎসা করানো হচ্ছে।

অন্যদিকে পঞ্জশিরের বিদ্রোহী সংগঠন নর্দান অ্যালায়েন্স টুইট করে এই ঘটনার কথা উল্লেখ করেছে। নর্দান অ্যালায়েন্স জানিয়েছে যে, বরাদর তালিবানিদের পঞ্জশিরের যুদ্ধ ছেড়ে তড়িঘড়ি কাবুলে যাওয়ার নির্দেশ জারি করেছে। হাক্কানি গ্রুপের সঙ্গে সংঘর্ষে মুল্লা বরাদর গুরুতর আহত হয়েছে আর তাঁকে পাকিস্তানে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে। নর্দান অ্যালায়েন্স কাবুলে তালিবান আর হাক্কানি গ্রুপের মধ্যে হওয়া গোষ্ঠীদ্বন্দ্বর খবর না করার জন্য মিডিয়াকে একহাতে নিয়েছে। অ্যালায়েন্স জানিয়েছে, ক্ষমতা দখলের জন্য এরা এখন একে অপরের সঙ্গে লড়ছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর