বাংলাহান্ট ডেস্ক: সমুদ্র থেকে অনেক সময়েই এমন অনেক প্রাণী উঠে আসে যেগুলি অবাক করে দেয়। এই প্রাণীগুলি এতটাই অদ্ভুত দেখতে যে বিজ্ঞানীরাও অবাক হয়ে যান। আমাদের পৃথিবীর প্রাণীজগতের অনেকটাই এখনও অজ্ঞাতই থেকে গিয়েছে। তাই এমন অদ্ভুতদর্শন প্রাণী উঠে এলে সেগুলিকে চেনা দায় হয়ে পড়ে। অনেক সময় আবার সমুদ্রের থেকে এমন অনেক জিনিস উঠে আসে যেগুলির উৎস সম্পর্কে জানা কঠিন হয়ে পড়ে।
জাপানে (Japan) এমনই এক ঘটনা ঘটেছে। সমুদ্রের তীরে একটি গোলাকার বস্তুকে দেখে মানুষের মধ্যে কৌতূহল জন্মায়। হঠাৎ সমুদ্রতটে এমন অদ্ভুত জিনিস পড়ে থাকতে দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। পরে ঘটনাস্থলে প্রশাসন এসে পরিস্থিতি সামাল দেয়।
ঘটনাটি ঘটেছে জাপানের উপকূল শহর হামামাতসুতে (Hamamatsu)। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সমুদ্রতটে হঠাতই একটি ধাতুর বল (Metal Ball) পড়ে থাকতে দেখা যায়। সেটি কী এবং কোথা থেকে এল, তা জানা যায়নি। জানা গিয়েছে, ওই বলটি আকারে দেড় মিটার। সেটি কোনও বোমা কিনা তা জানার জন্য ডাকা হয় বম্ব স্কোয়াডকে।
জাপানের নৌসেনা ও কোস্ট গার্ডও এই বস্তু নিয়ে তদন্ত করছে। মঙ্গলবার সকালে জাপানের ওই সৈকতে ধাতুর বলটি চোখে পড়ে এক মহিলার। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় প্রশাসনকে খবর দেন। এরপর আত্মরক্ষা বাহিনীর বম্ব স্কোয়াড এসে পড়ে ঘটনাস্থলে। ওই সমুদ্রতট বন্ধ করে দেওয়া হয়। একে একে এসে পৌঁছয় আরও তদন্তকারী দল। বিজ্ঞানীদের একটি দলও এসে পৌঁছয় সেখানে।
প্রসঙ্গত, সম্প্রতি চিনা বেলুনের ঘটনার পর এই ধাতুর বলের উপরও নজর রাখা হচ্ছে। আশেপাশের লোকজনকেও সতর্ক করে দেওয়া হয়। সেদিন বিকেলে প্রশাসনের তরফে জানানো হয় যে ওই বলটি বিস্ফোরক নয়। সেটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে সেটি কী তা জানতে তদন্ত করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও এটি নিয়ে চর্চা হচ্ছে। নেটিজেনদের দাবি, এটি কোনও পুরোনো বোমের শেল।